ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজের জানাজা বিএনপি কার্যালয়ের সামনে, হত্যাকাণ্ডে ৮ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশঃ ০৭:৩১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 12

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ছাত্রদলের কেন্দ্রীয় ও শাখা নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

নিহত জাহিদুল ইসলাম পারভেজ (২৩) প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র ছিলেন। তিনি ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে শাখা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।


জাহিদুল ইসলাম পারভেজ

জাহিদুল ইসলাম পারভেজ  © সংগৃহীত


জানাজা শেষে পারভেজের ভাই হুমায়ুন কবির কান্নায় ভেঙে পড়েন। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তাকে সান্ত্বনা দেন। জানাজা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা নয়াপল্টন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুরিকাঘাতে নিহত জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের ঘটনায় বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন দৈনিক প্রজন্ম বার্তাকে জানান, নিহতের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের আইন (এলএলবি) ও ইংরেজি বিভাগের তিনজন শিক্ষার্থী— মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারীসহ মোট আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে মামলায় আসামি করা হয়েছে।

ওসি আরও জানান, “ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। আসামিদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিস্থিতি যাতে পুনরায় উত্তপ্ত না হয়, সে জন্য ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।”

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। এর সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকেও হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

আরও পড়ুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী অপহরণ: ইউপিডিএফকে দায়

শেয়ার করুন

প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজের জানাজা বিএনপি কার্যালয়ের সামনে, হত্যাকাণ্ডে ৮ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশঃ ০৭:৩১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ছাত্রদলের কেন্দ্রীয় ও শাখা নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

নিহত জাহিদুল ইসলাম পারভেজ (২৩) প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র ছিলেন। তিনি ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে শাখা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।


জাহিদুল ইসলাম পারভেজ

জাহিদুল ইসলাম পারভেজ  © সংগৃহীত


জানাজা শেষে পারভেজের ভাই হুমায়ুন কবির কান্নায় ভেঙে পড়েন। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তাকে সান্ত্বনা দেন। জানাজা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা নয়াপল্টন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুরিকাঘাতে নিহত জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের ঘটনায় বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন দৈনিক প্রজন্ম বার্তাকে জানান, নিহতের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের আইন (এলএলবি) ও ইংরেজি বিভাগের তিনজন শিক্ষার্থী— মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারীসহ মোট আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে মামলায় আসামি করা হয়েছে।

ওসি আরও জানান, “ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। আসামিদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিস্থিতি যাতে পুনরায় উত্তপ্ত না হয়, সে জন্য ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।”

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। এর সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকেও হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

আরও পড়ুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী অপহরণ: ইউপিডিএফকে দায়