প্রাইমএশিয়ার ছাত্র পারভেজ হত্যা: বনানী থেকে আটক ৩

- প্রকাশঃ ০৬:৪৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / 17
রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় তিনজনকে আটক করেছে বনানী থানা পুলিশ। সোমবার (২১ এপ্রিল) ভোরে মহাখালীর ওয়্যারলেস গেট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার প্রজন্ম কথাকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে আটক তিনজনের বিরুদ্ধে।
আটককৃতরা হলেন:
-
মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯) – বাড়ি খুলনার তেরখাদা থানার বিলদুড়িয়া গ্রামে। পিতা: মো. মাহবুবুর রহমান।
-
আলভী হোসেন জুনায়েদ (১৯) – বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলা। পিতা: মো. লাল মিয়া।
-
আল আমিন সানি (১৯) – বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার যোগাদহ গ্রামে। পিতা: সুলাইমান শেখ।
পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজে ওই তিনজনের উপস্থিতি দেখা গেছে এবং তারা হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। বনানী থানার পরিদর্শক (অপারেশনস) এ কে এম মইনুদ্দিন জানান, “আটক তিনজন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, তবে মূল তিন অভিযুক্তের ঘনিষ্ঠ বন্ধু। তারা সবাই বনানী বিদ্যানিকেতন স্কুলের সাবেক শিক্ষার্থী এবং ঘটনার দিন প্রধান অভিযুক্তদের ডাকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।”
পুলিশ আরও জানায়, এজাহারনামীয় আসামিদের বিষয়ে আটককৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পলাতক অন্য আসামিদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
বিদেশ থেকে এলেন বাবা- ছেলের নিথর দেহ দেখতে
গত শনিবার (১৯ এপ্রিল) বিকেলে বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় ইংরেজি বিভাগের একদল শিক্ষার্থীর ছুরিকাঘাতে নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। নিহত পারভেজ শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
এই হত্যাকাণ্ড ঘিরে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছে শিক্ষার্থী ও সাধারণ জনগণ।