ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক

  • প্রকাশঃ ০৬:০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • / 32

কুমিল্লা নগরীতে ছুটির দিনের বিকেলে এক ভয়াবহ চিত্রের অবতারণা হয়। কাছাকাছি সময়ে নগরের তিনটি এলাকায় দেশীয় অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দেয় কিশোর গ্যাংয়ের একাধিক গ্রুপ। এ সময় ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে ওঠে। জনসাধারণের মাঝে চরম ভীতি ছড়িয়ে পড়ে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা চরম উৎকণ্ঠার মধ্যে পড়েন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নগরের কান্দিরপাড় এলাকার রানীর দিঘির পাড়, তালপুকুরপাড় এবং আদালতপাড়া এলাকায় এসব মহড়া চলে। প্রকাশ্যে চাপাতি, ছেনি, রড, হকিস্টিক, রামদার মতো দেশীয় অস্ত্র হাতে মহড়ায় অংশ নেয় শতাধিক কিশোর। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার রানীর দিঘির দক্ষিণ পাড়ে শুক্রবার বিকেলে শতাধিক কিশোর গ্যাং সদস্যকে মহড়া দিতে দেখা যায় / ছবি: ভিডিও থেকে সংগৃহীত


বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় নগরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকদের ভিড় ছিল লক্ষণীয়। বিশেষ করে রানীর দিঘির পাড়ে অবস্থিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনে অস্ত্রের মহড়ায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে আসা জাহানারা বেগম বলেন, ওই কিশোর-তরুণেরা যখন অস্ত্র হাতে মহড়া দিচ্ছিল, তখন মনে হচ্ছিল প্রাণটা বুঝি হাতে নেই। কীভাবে যে সন্তানকে কেন্দ্রে পাঠালাম, তা বোঝাতে পারব না।

একইভাবে, নোয়াখালীর মাইজদী থেকে আসা অভিভাবক আবুল কালাম বলেন, এমন পরিস্থিতি দেখে আমরা আতঙ্কিত। বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হলেও ছেলেকে ভর্তি করাব কি না, সেটা নিয়েই এখন চিন্তায় পড়ে গেছি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নামে। তিনি বলেন, এর আগেও ধারাবাহিক অভিযানের কারণে কিশোর গ্যাং কার্যত নিষ্ক্রিয় ছিল। তবে আজকের ঘটনায় দেখা যাচ্ছে, তারা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে।


আরও পড়ুন

পিতার মৃত্যু সনদ নিয়েও পরীক্ষা দিতে পারলেন না UIU- এর শিক্ষার্থী


স্থানীয় বাসিন্দারা জানান, রানীর দিঘির দক্ষিণ পাড়ে অন্তত ১৫টি মোটরসাইকেল বিকট আওয়াজ তুলে চলতে থাকে। সেসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। ৫ তলার বাসা থেকে দৃশ্যপট পর্যবেক্ষণকারী শাহনাজ আক্তার বলেন, ছোট-বড় অস্ত্র হাতে ওরা পুরো এলাকায় আতঙ্কের রাজত্ব কায়েম করেছিল। মনে হচ্ছিল কোনো যুদ্ধ চলছে।

এর আগেও, ২০২৪ সালের ৩ জানুয়ারি একই এলাকায় এমন অস্ত্রের মহড়া চালায় কিশোর গ্যাং সদস্যরা। ওই ঘটনায়ও ককটেল বিস্ফোরণ হয় এবং পুলিশ পরে কয়েকজনকে গ্রেপ্তার করে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, বর্তমানে কুমিল্লা নগরীতে প্রায় ১৫টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত অন্তত ১২টি হত্যাকাণ্ডে কিশোর গ্যাং জড়িত ছিল বলে জানা গেছে। এ ছাড়া এসব গ্যাং সদস্য মাদক কারবার, ছিনতাই, চাঁদাবাজি ও ইভ টিজিংয়ের মতো অপরাধে বারবার জড়িয়ে পড়ছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”

শেয়ার করুন

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক

প্রকাশঃ ০৬:০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

কুমিল্লা নগরীতে ছুটির দিনের বিকেলে এক ভয়াবহ চিত্রের অবতারণা হয়। কাছাকাছি সময়ে নগরের তিনটি এলাকায় দেশীয় অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দেয় কিশোর গ্যাংয়ের একাধিক গ্রুপ। এ সময় ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে ওঠে। জনসাধারণের মাঝে চরম ভীতি ছড়িয়ে পড়ে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা চরম উৎকণ্ঠার মধ্যে পড়েন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নগরের কান্দিরপাড় এলাকার রানীর দিঘির পাড়, তালপুকুরপাড় এবং আদালতপাড়া এলাকায় এসব মহড়া চলে। প্রকাশ্যে চাপাতি, ছেনি, রড, হকিস্টিক, রামদার মতো দেশীয় অস্ত্র হাতে মহড়ায় অংশ নেয় শতাধিক কিশোর। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার রানীর দিঘির দক্ষিণ পাড়ে শুক্রবার বিকেলে শতাধিক কিশোর গ্যাং সদস্যকে মহড়া দিতে দেখা যায় / ছবি: ভিডিও থেকে সংগৃহীত


বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় নগরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকদের ভিড় ছিল লক্ষণীয়। বিশেষ করে রানীর দিঘির পাড়ে অবস্থিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনে অস্ত্রের মহড়ায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে আসা জাহানারা বেগম বলেন, ওই কিশোর-তরুণেরা যখন অস্ত্র হাতে মহড়া দিচ্ছিল, তখন মনে হচ্ছিল প্রাণটা বুঝি হাতে নেই। কীভাবে যে সন্তানকে কেন্দ্রে পাঠালাম, তা বোঝাতে পারব না।

একইভাবে, নোয়াখালীর মাইজদী থেকে আসা অভিভাবক আবুল কালাম বলেন, এমন পরিস্থিতি দেখে আমরা আতঙ্কিত। বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হলেও ছেলেকে ভর্তি করাব কি না, সেটা নিয়েই এখন চিন্তায় পড়ে গেছি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নামে। তিনি বলেন, এর আগেও ধারাবাহিক অভিযানের কারণে কিশোর গ্যাং কার্যত নিষ্ক্রিয় ছিল। তবে আজকের ঘটনায় দেখা যাচ্ছে, তারা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে।


আরও পড়ুন

পিতার মৃত্যু সনদ নিয়েও পরীক্ষা দিতে পারলেন না UIU- এর শিক্ষার্থী


স্থানীয় বাসিন্দারা জানান, রানীর দিঘির দক্ষিণ পাড়ে অন্তত ১৫টি মোটরসাইকেল বিকট আওয়াজ তুলে চলতে থাকে। সেসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। ৫ তলার বাসা থেকে দৃশ্যপট পর্যবেক্ষণকারী শাহনাজ আক্তার বলেন, ছোট-বড় অস্ত্র হাতে ওরা পুরো এলাকায় আতঙ্কের রাজত্ব কায়েম করেছিল। মনে হচ্ছিল কোনো যুদ্ধ চলছে।

এর আগেও, ২০২৪ সালের ৩ জানুয়ারি একই এলাকায় এমন অস্ত্রের মহড়া চালায় কিশোর গ্যাং সদস্যরা। ওই ঘটনায়ও ককটেল বিস্ফোরণ হয় এবং পুলিশ পরে কয়েকজনকে গ্রেপ্তার করে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, বর্তমানে কুমিল্লা নগরীতে প্রায় ১৫টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত অন্তত ১২টি হত্যাকাণ্ডে কিশোর গ্যাং জড়িত ছিল বলে জানা গেছে। এ ছাড়া এসব গ্যাং সদস্য মাদক কারবার, ছিনতাই, চাঁদাবাজি ও ইভ টিজিংয়ের মতো অপরাধে বারবার জড়িয়ে পড়ছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”