জুলাই আন্দোলন শহীদের মেয়ে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংঘবদ্ধ ধর্ষণের শিকার!

- প্রকাশঃ ০৮:৩২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / 34
সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়া ‘জুলাই আন্দোলন’ শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়া (১৭) রাজধানীর শেখেরটেকে নিজ ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে ৬ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মামা সাইফুল ইসলাম জানান, “আমি দোকানে বসে ছিলাম। হঠাৎ গ্রামের বাড়ি থেকে ফোন আসে যে আমার ভাগ্নি মারা গেছে। দ্রুত হাসপাতালে ছুটে এসে দেখি, লামিয়ার নিথর দেহ পড়ে আছে।”
তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে আমার বোন স্বামী হারিয়েছে, আজ মেয়েকেও হারাল। আমার ভাগ্নির ধর্ষকরা জামিনে বেরিয়ে এসেছে। এখন আমরা কোথায় ন্যায়বিচার চাইবো? কে দেবে আমাদের বিচার?
রাত সাড়ে ১২টার দিকে আদাবর থানার ডিউটি অফিসার মো. তরুণ জানান, শেখেরটেকে এ ধরনের একটি ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং ভিকটিমকে হাসপাতালে নিয়ে আসে। তিনি বলেন, পুলিশ সদস্যরা ঘটনাস্থল এবং হাসপাতাল থেকে ফিরে এলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে। তদন্ত চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ১৮ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে তিনি নিজেই বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে অভিযুক্ত ব্যক্তিরা জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই লামিয়া মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানা গেছে।