ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে জানান মোদি : ড. ইউনূস

  • প্রকাশঃ ০৭:৩১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / 36

 

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না।

রোববার আল জাজিরায় প্রকাশিত ওই সাক্ষাৎকারে ড. ইউনূস জানান, সম্প্রতি ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে তার বৈঠক হয়। সেখানে তিনি শেখ হাসিনার ভারত থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ইউনূস বলেন, আমি মোদিজিকে বলেছিলাম, শেখ হাসিনা যদি ভারতে অবস্থান করেন, তাহলে অন্তত তার প্রকাশ্য বিবৃতি বন্ধ থাকা উচিত, কারণ তার বক্তব্য বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত করে তোলে এবং আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে।

এ সময় মোদি তাঁকে জবাবে বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যম সবার জন্য উন্মুক্ত। ফলে শেখ হাসিনার মত প্রকাশের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই।

সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার জানতে চান, শেখ হাসিনা যেহেতু এখনও নিজেকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে দাবি করছেন, এই অবস্থাকে অন্তর্বর্তী সরকার কীভাবে দেখছে? জবাবে ড. ইউনূস বলেন, আমরা তার অবস্থানকে সম্মান করি, তবে তিনি বিদেশে থেকে কোনো বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করলে তা আমাদের জন্য দুঃখজনক ও সমস্যাজনক হয়ে ওঠে।

সাক্ষাৎকারে ড. ইউনূস জুলাই বিপ্লব, সাবেক সরকারের দুর্নীতি, এবং দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়েও বিশদ আলোচনা করেন।

আন্তর্জাতিক মহলের নজর এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এবং শেখ হাসিনার বিদেশে অবস্থান নিয়ে তৈরি হওয়া জটিল পরিস্থিতির দিকে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে জানান মোদি : ড. ইউনূস

প্রকাশঃ ০৭:৩১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

 

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না।

রোববার আল জাজিরায় প্রকাশিত ওই সাক্ষাৎকারে ড. ইউনূস জানান, সম্প্রতি ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে তার বৈঠক হয়। সেখানে তিনি শেখ হাসিনার ভারত থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ইউনূস বলেন, আমি মোদিজিকে বলেছিলাম, শেখ হাসিনা যদি ভারতে অবস্থান করেন, তাহলে অন্তত তার প্রকাশ্য বিবৃতি বন্ধ থাকা উচিত, কারণ তার বক্তব্য বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত করে তোলে এবং আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে।

এ সময় মোদি তাঁকে জবাবে বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যম সবার জন্য উন্মুক্ত। ফলে শেখ হাসিনার মত প্রকাশের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই।

সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার জানতে চান, শেখ হাসিনা যেহেতু এখনও নিজেকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে দাবি করছেন, এই অবস্থাকে অন্তর্বর্তী সরকার কীভাবে দেখছে? জবাবে ড. ইউনূস বলেন, আমরা তার অবস্থানকে সম্মান করি, তবে তিনি বিদেশে থেকে কোনো বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করলে তা আমাদের জন্য দুঃখজনক ও সমস্যাজনক হয়ে ওঠে।

সাক্ষাৎকারে ড. ইউনূস জুলাই বিপ্লব, সাবেক সরকারের দুর্নীতি, এবং দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়েও বিশদ আলোচনা করেন।

আন্তর্জাতিক মহলের নজর এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এবং শেখ হাসিনার বিদেশে অবস্থান নিয়ে তৈরি হওয়া জটিল পরিস্থিতির দিকে।

সূত্র: আল জাজিরা