ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা: তদন্তে পুলিশ হেফাজতে এক যুবক

  • প্রকাশঃ ০৪:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 26

গলায় ফাঁস দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবারো এক শিক্ষার্থী আত্নহত্যা করেছেন। জানা যায়, ঐ শিক্ষার্থীর নাম প্রত্যাশা মজুমদার অথৈ। তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।তার বাড়ি চট্টগ্রামে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে সূত্রাপুর থানাধীন এলাকায় সোহরাওয়ার্দী কলেজের পিছনে একটি ভাড়া মেসে এ ঘটনা ঘটে। আনুমানিক ৬ টা ৩০ মিনিটে তিনি মারা যান। মিডফোর্ড হাসপাতালের দ্বায়িত্বরত চিকিৎসক ড.রাজীব এই তথ্য নিশ্চিত করেন।

সহপাঠীদের থেকে জানা যায়, বিকালে ওই শিক্ষার্থীর মেস থেকে তার বয়ফ্রেন্ড তাকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট এবং পরে মিডফোর্ড হাসপাতালে নেয়। সন্দেহজনক হওয়াই ঐ যুবক এখন সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে আছে। ঐ যুবকের নাম ইয়াসিন মজুমদার।

ঐ শিক্ষার্থীর মেসের সদস্য সোনালী সাহা জানান,” আমি মেসে ছিলাম না। ফোন পেয়ে পরে এসেছি হাসপাতালে।”


আরও পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ অবকাশ ভবনের দেয়াল ধস


বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর জানান, “মেয়েটা সাড়ে ৪ টা পর্যন্ত আমার সাথেই ছিলো। এরপরই শুনি আত্নহত্যা করেছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.তাজাম্মুল হক বলেন,” প্রাথমিকভাবে জানা গেছে মেয়েটা আত্নহত্যা করেছে। তবে ওই যুবককে আটক করা হয়েছে। পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। আইনী প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।”

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে জবিতে আরো তিন শিক্ষার্থী আত্মহত্যা করেছিল।

জবি প্রতিনিধি: ইমতিয়াজ উদ্দিন

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”

শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা: তদন্তে পুলিশ হেফাজতে এক যুবক

প্রকাশঃ ০৪:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

গলায় ফাঁস দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবারো এক শিক্ষার্থী আত্নহত্যা করেছেন। জানা যায়, ঐ শিক্ষার্থীর নাম প্রত্যাশা মজুমদার অথৈ। তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।তার বাড়ি চট্টগ্রামে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে সূত্রাপুর থানাধীন এলাকায় সোহরাওয়ার্দী কলেজের পিছনে একটি ভাড়া মেসে এ ঘটনা ঘটে। আনুমানিক ৬ টা ৩০ মিনিটে তিনি মারা যান। মিডফোর্ড হাসপাতালের দ্বায়িত্বরত চিকিৎসক ড.রাজীব এই তথ্য নিশ্চিত করেন।

সহপাঠীদের থেকে জানা যায়, বিকালে ওই শিক্ষার্থীর মেস থেকে তার বয়ফ্রেন্ড তাকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট এবং পরে মিডফোর্ড হাসপাতালে নেয়। সন্দেহজনক হওয়াই ঐ যুবক এখন সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে আছে। ঐ যুবকের নাম ইয়াসিন মজুমদার।

ঐ শিক্ষার্থীর মেসের সদস্য সোনালী সাহা জানান,” আমি মেসে ছিলাম না। ফোন পেয়ে পরে এসেছি হাসপাতালে।”


আরও পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ অবকাশ ভবনের দেয়াল ধস


বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর জানান, “মেয়েটা সাড়ে ৪ টা পর্যন্ত আমার সাথেই ছিলো। এরপরই শুনি আত্নহত্যা করেছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.তাজাম্মুল হক বলেন,” প্রাথমিকভাবে জানা গেছে মেয়েটা আত্নহত্যা করেছে। তবে ওই যুবককে আটক করা হয়েছে। পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। আইনী প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।”

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে জবিতে আরো তিন শিক্ষার্থী আত্মহত্যা করেছিল।

জবি প্রতিনিধি: ইমতিয়াজ উদ্দিন

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”