নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার উপদেষ্টা আসিফ মাহমুদ

- প্রকাশঃ ০৫:২২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / 48
ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫ – নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (SIPG)-এর অধীনে পরিচালিত এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (EMPG) প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ভর্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। প্রকাশিত তালিকা অনুযায়ী মোট ৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, যার মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ পঞ্চম অবস্থানে রয়েছেন।
এর আগে, ২৫ এপ্রিল ২০২৫, EMPG প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আসিফ মাহমুদ সশরীরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার পরীক্ষায় অংশগ্রহণের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জনমনে আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সম্মুখ সারির নেতা হিসেবে নেতৃত্ব দেন। গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর, ২০২৪ সালের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারে তিনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হন।
আরও পড়ুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ অবকাশ ভবনের দেয়াল ধস
বিশ্ববিদ্যালয় পর্যায়ের এই অর্জনকে অনেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছেন। রাজনৈতিক, প্রশাসনিক এবং শিক্ষাক্ষেত্রে অভিজ্ঞ এই তরুণ উপদেষ্টার উচ্চশিক্ষায় আগ্রহ ও অংশগ্রহণকে নীতি ও প্রশাসন ক্ষেত্রে ভবিষ্যৎ নেতৃত্বে একটি উদাহরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।