ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষক সংকট নিরসনে বিশেষ বিসিএস: ডিসেম্বরের মধ্যেই সমাধানের আশ্বাস দিলেন শিক্ষা সচিব

  • প্রকাশঃ ০৪:৫৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 44

সারাদেশে শিক্ষক সংকট নিরসনে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ার। তিনি জানিয়েছেন, বিশেষ বিসিএস’র মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এবং ডিসেম্বরের মধ্যেই এই সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন।

শুক্রবার (২ মে) দুপুরে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে সচিব প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন কলেজের একাডেমিক ভবনের কাজ পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, এবং কলেজের অধ্যক্ষ প্রফেসর পরাগ কান্তি দেব।

হাওরাঞ্চলে বর্ষাকালে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের সমস্যার প্রসঙ্গে সচিব বলেন,

বর্ষায় হাওরাঞ্চলের শিক্ষার্থীদের স্কুলে যেতে সমস্যা হয়। সেই সমস্যা সমাধানে নৌকার সার্ভিস চালু করা যেতে পারে। আমাদের পরিকল্পনায় এসব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও বলেন,

আমি এখানে এসেছি কনস্ট্রাকশনের কাজ পরিদর্শনে। হাওর, পাহাড়ি অঞ্চলসহ পিছিয়ে পড়া এলাকায় শিক্ষার মানোন্নয়নে আমরা কাজ করছি। যেখানে শিক্ষা প্রতিষ্ঠান ও উপকরণ সংকট রয়েছে, সেসব এলাকায় বিশেষ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

সুনামগঞ্জ প্রতিনিধি: তুর্য দাস

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”

শেয়ার করুন

শিক্ষক সংকট নিরসনে বিশেষ বিসিএস: ডিসেম্বরের মধ্যেই সমাধানের আশ্বাস দিলেন শিক্ষা সচিব

প্রকাশঃ ০৪:৫৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

সারাদেশে শিক্ষক সংকট নিরসনে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ার। তিনি জানিয়েছেন, বিশেষ বিসিএস’র মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এবং ডিসেম্বরের মধ্যেই এই সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন।

শুক্রবার (২ মে) দুপুরে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে সচিব প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন কলেজের একাডেমিক ভবনের কাজ পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, এবং কলেজের অধ্যক্ষ প্রফেসর পরাগ কান্তি দেব।

হাওরাঞ্চলে বর্ষাকালে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের সমস্যার প্রসঙ্গে সচিব বলেন,

বর্ষায় হাওরাঞ্চলের শিক্ষার্থীদের স্কুলে যেতে সমস্যা হয়। সেই সমস্যা সমাধানে নৌকার সার্ভিস চালু করা যেতে পারে। আমাদের পরিকল্পনায় এসব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও বলেন,

আমি এখানে এসেছি কনস্ট্রাকশনের কাজ পরিদর্শনে। হাওর, পাহাড়ি অঞ্চলসহ পিছিয়ে পড়া এলাকায় শিক্ষার মানোন্নয়নে আমরা কাজ করছি। যেখানে শিক্ষা প্রতিষ্ঠান ও উপকরণ সংকট রয়েছে, সেসব এলাকায় বিশেষ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

সুনামগঞ্জ প্রতিনিধি: তুর্য দাস

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”