ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পৌরনীতি ক্লাস ছাড়াই বোর্ড পরীক্ষায় আলিম শিক্ষার্থীরা, বিপাকে বানারীপাড়ার শিক্ষার্থীরা

  • প্রকাশঃ ০৫:৪৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 28

বরিশালের বানারীপাড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এম. এ. লতিফ বহুমুখী ফাজিল মাদ্রাসা-তে ২০২৫ সালের আলিম পরীক্ষার্থীদের ‘পৌরনীতি ও সুশাসন’ বিষয়ে কোনো ক্লাসই অনুষ্ঠিত হয়নি—এমন অভিযোগ উঠেছে শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে।

শিক্ষার্থীদের অভিযোগ, পুরো শিক্ষাবর্ষে একবারও এ বিষয়ে পাঠদান করা হয়নি, ফলে তারা কোনো প্রস্তুতি ছাড়াই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষায় অংশ নিতে বাধ্য হচ্ছেন। এতে তারা চরম মানসিক চাপে রয়েছেন এবং ভবিষ্যৎ ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।

এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“এই বিষয়ের জন্য কোনো শিক্ষক আমাদের ক্লাস নেননি। এখন পরীক্ষার সময় ঘনিয়ে এসেছে, অথচ আমরা সিলেবাসই জানি না।”

স্থানীয়রা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা, প্রশাসনিক দায়িত্বহীনতা ও দায়বদ্ধতার অভাবের কারণে শিক্ষার্থীরা এমন চরম দুর্ভোগে পড়েছে। শিক্ষার এমন গুরুত্বপূর্ণ একটি স্তরে এমন গাফিলতি চরম উদ্বেগজনক।

এ বিষয়ে সংশ্লিষ্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন শিক্ষার্থীরা ও অভিভাবক মহল। তারা অনুরোধ জানিয়েছেন, যেন দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের উপযুক্ত সহায়তা প্রদান করা হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”

শেয়ার করুন

পৌরনীতি ক্লাস ছাড়াই বোর্ড পরীক্ষায় আলিম শিক্ষার্থীরা, বিপাকে বানারীপাড়ার শিক্ষার্থীরা

প্রকাশঃ ০৫:৪৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

বরিশালের বানারীপাড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এম. এ. লতিফ বহুমুখী ফাজিল মাদ্রাসা-তে ২০২৫ সালের আলিম পরীক্ষার্থীদের ‘পৌরনীতি ও সুশাসন’ বিষয়ে কোনো ক্লাসই অনুষ্ঠিত হয়নি—এমন অভিযোগ উঠেছে শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে।

শিক্ষার্থীদের অভিযোগ, পুরো শিক্ষাবর্ষে একবারও এ বিষয়ে পাঠদান করা হয়নি, ফলে তারা কোনো প্রস্তুতি ছাড়াই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষায় অংশ নিতে বাধ্য হচ্ছেন। এতে তারা চরম মানসিক চাপে রয়েছেন এবং ভবিষ্যৎ ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।

এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“এই বিষয়ের জন্য কোনো শিক্ষক আমাদের ক্লাস নেননি। এখন পরীক্ষার সময় ঘনিয়ে এসেছে, অথচ আমরা সিলেবাসই জানি না।”

স্থানীয়রা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা, প্রশাসনিক দায়িত্বহীনতা ও দায়বদ্ধতার অভাবের কারণে শিক্ষার্থীরা এমন চরম দুর্ভোগে পড়েছে। শিক্ষার এমন গুরুত্বপূর্ণ একটি স্তরে এমন গাফিলতি চরম উদ্বেগজনক।

এ বিষয়ে সংশ্লিষ্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন শিক্ষার্থীরা ও অভিভাবক মহল। তারা অনুরোধ জানিয়েছেন, যেন দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের উপযুক্ত সহায়তা প্রদান করা হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”