মইনুলের স্বপ্নকে বাঁচিয়ে রাখলো জবি ছাত্রশিবির

- প্রকাশঃ ১১:১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / 43
অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারা কুড়িগ্রামের শিক্ষার্থী মইনুল হকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। সংগঠনটির সহায়তায় তার ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতে আবাসনসহ অন্যান্য সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
জানা যায়, মইনুল হকের বাড়ি কুড়িগ্রামের সীমান্তবর্তী সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার দোলাটারী গ্রামে। তিনি ২০২২ সালে গঙ্গারহাট এমএএস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে এবং ২০২৪ সালে ফুলবাড়ী ডিগ্রি কলেজ থেকে এইচএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেন। অর্থনৈতিক অসচ্ছলতা ও নানা প্রতিকূলতার মধ্য দিয়েও মেধার প্রমাণ রেখে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন।
ভর্তি পরীক্ষায় সফল হওয়ার পরপরই তার বাবা লুৎফর রহমানের মৃত্যু এবং চরম আর্থিক সংকটে পড়ে যায় পরিবারটি। ফলে মইনুলের উচ্চশিক্ষার স্বপ্ন অনিশ্চয়তায় পড়ে। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
মইনুল হক বলেন, “ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্রসংগঠন আমার সঙ্গে যোগাযোগ করে ভর্তির বিষয়ে সহায়তার প্রতিশ্রুতি দেয়। আজ ছাত্রশিবির আমার ভর্তির সম্পূর্ণ খরচ বহন করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।” তিনি আরও জানান, আপাতত তার চাচার সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন, তাই আবাসনের বিষয়ে এখনই ভাবছেন না।
ছাত্রশিবির জবি শাখার সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে। বিষয়টি জানতে পারার পরপরই আমরা মইনুল ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করি এবং তাকে ঢাকায় এনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করি। ইনশাআল্লাহ, ভবিষ্যতে তার আবাসনের ব্যবস্থাও করা হবে।”
তিনি আরও বলেন, শিক্ষা জীবন যেন অর্থাভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেটাই আমাদের লক্ষ্য। প্রতিবছর আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক শিক্ষার্থীকে সহায়তা করা হয়, যদিও আমরা তা প্রচার করি না। মইনুলের ঘটনাটি সামনে আসায় আমরা দায়বদ্ধতা থেকে তার পাশে দাঁড়িয়েছি। আশা করি, সে সম্মানের সঙ্গে পড়াশোনা শেষ করে দেশের কল্যাণে কাজ করবে।