ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

৩৯৫ পদের অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে বিএমইউ শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশঃ ১১:৪৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 8

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) মেরিন ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার বিভাগের শিক্ষার্থীরা ২০১৫ সালে মৎস্য অধিদপ্তরে প্রস্তাবিত ৩৯৫টি নতুন পদের অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের পদ্মা ভবনের সামনে দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা স্লোগানে বলেন আমাদের অধিকার বাতিল করা যাবে না, দীর্ঘ ১০ বছর পর অবিলম্বে পদ সৃষ্টি করুন।

শিক্ষার্থীরা জানান, ২০১৫ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ‘মৎস্য সম্প্রসারণ ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তা’ পদে যোগদানের জন্য যে অর্গানোগ্রাম প্রণয়ন করা হয়েছিল, তা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে অনুমোদিত হলেও এখনো বাস্তবায়ন হয়নি।

বিভাগের প্রভাষক জান্নাতুল নাইমা বলেন,অর্গানোগ্রাম অনুমোদিত হয়েও বাস্তবায়ন না হওয়ায় ফিশারিজ সেক্টরের প্রশিক্ষিত ও দক্ষ গ্র্যাজুয়েটরা তাদের যোগ্য পেশাগত জায়গায় ঢুকতে পারছেন না। মাঠ পর্যায়ে প্রচুর চাহিদা থাকলেও পদ খালি রাখা হচ্ছে না, ফলে বেকারত্ব বাড়ছে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা পদ্মা ভবন থেকে মেঘনা ভবনের সামনে পর্যন্ত অবস্থান করেন। তাদের দাবি—সরকার যেন দ্রুত এই অর্গানোগ্রাম বাস্তবায়ন করে ৩৯৫টি নতুন পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করে।

এর আগে, গত ২৮ এপ্রিল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মানববন্ধনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন এবং সেখানে একটি সেন্ট্রাল কমিটি গঠন করা হয়। সেই সভায় গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান সংকট, ফিশারিজ সেক্টরের চাহিদা ও অর্গানোগ্রামের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, এক দশক ধরে অর্গানোগ্রামটি অনুমোদিত থাকার পরও বাস্তবায়ন না হওয়ায় তাদের পেশাগত অগ্রগতি ও আর্থিক স্থিতি চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

তারা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নিয়ে অর্গানোগ্রাম বাস্তবায়ন এবং ৩৯৫টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবি জানান।

বিএমইউ প্রতিনিধি: রাইসুল ইসলাম

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”

শেয়ার করুন

৩৯৫ পদের অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে বিএমইউ শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশঃ ১১:৪৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) মেরিন ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার বিভাগের শিক্ষার্থীরা ২০১৫ সালে মৎস্য অধিদপ্তরে প্রস্তাবিত ৩৯৫টি নতুন পদের অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের পদ্মা ভবনের সামনে দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা স্লোগানে বলেন আমাদের অধিকার বাতিল করা যাবে না, দীর্ঘ ১০ বছর পর অবিলম্বে পদ সৃষ্টি করুন।

শিক্ষার্থীরা জানান, ২০১৫ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ‘মৎস্য সম্প্রসারণ ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তা’ পদে যোগদানের জন্য যে অর্গানোগ্রাম প্রণয়ন করা হয়েছিল, তা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে অনুমোদিত হলেও এখনো বাস্তবায়ন হয়নি।

বিভাগের প্রভাষক জান্নাতুল নাইমা বলেন,অর্গানোগ্রাম অনুমোদিত হয়েও বাস্তবায়ন না হওয়ায় ফিশারিজ সেক্টরের প্রশিক্ষিত ও দক্ষ গ্র্যাজুয়েটরা তাদের যোগ্য পেশাগত জায়গায় ঢুকতে পারছেন না। মাঠ পর্যায়ে প্রচুর চাহিদা থাকলেও পদ খালি রাখা হচ্ছে না, ফলে বেকারত্ব বাড়ছে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা পদ্মা ভবন থেকে মেঘনা ভবনের সামনে পর্যন্ত অবস্থান করেন। তাদের দাবি—সরকার যেন দ্রুত এই অর্গানোগ্রাম বাস্তবায়ন করে ৩৯৫টি নতুন পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করে।

এর আগে, গত ২৮ এপ্রিল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মানববন্ধনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন এবং সেখানে একটি সেন্ট্রাল কমিটি গঠন করা হয়। সেই সভায় গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান সংকট, ফিশারিজ সেক্টরের চাহিদা ও অর্গানোগ্রামের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, এক দশক ধরে অর্গানোগ্রামটি অনুমোদিত থাকার পরও বাস্তবায়ন না হওয়ায় তাদের পেশাগত অগ্রগতি ও আর্থিক স্থিতি চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

তারা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নিয়ে অর্গানোগ্রাম বাস্তবায়ন এবং ৩৯৫টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবি জানান।

বিএমইউ প্রতিনিধি: রাইসুল ইসলাম

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”