আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘আপ বাংলাদেশ

- প্রকাশঃ ০১:৪২:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / 59
ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ)।
আসন্ন ৯ মে, শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত ছাত্র প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
প্ল্যাটফর্মটির মূল লক্ষ্য হিসেবে উদ্যোক্তারা উল্লেখ করেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও ন্যায্য রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।
‘আপ বাংলাদেশ’-এর প্রধান উদ্যোক্তা হিসেবে আছেন সদ্য বিলুপ্ত জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এছাড়া, ঢাবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাফে সালমান রিফাত প্ল্যাটফর্মটির একটি গুরুত্বপূর্ণ নেতৃত্বে থাকবেন বলে জানা গেছে।
নতুন এই ছাত্র প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ছাত্ররাজনীতিতে নতুন ধারার এই উদ্যোগ কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।