জবিতে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৫

- প্রকাশঃ ০৩:১৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / 18
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অন্যতম সিগনেচার ক্যারিয়ার উন্নয়ন সংগঠন ‘জবি ক্যারিয়ার ক্লাব (JNUSCC)’ শিক্ষার্থীদের নেতৃত্ব গুণাবলি বিকাশে শুরু করেছে এক বছরব্যাপী ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এলডিপি)–২০২৫’। এই প্রোগ্রামের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের দক্ষতা, আত্মবিশ্বাস এবং পেশাগত প্রস্তুতির ওপর ভিত্তি করে ভবিষ্যৎ নেতৃত্বে প্রস্তুত করা হবে।
প্রোগ্রামে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা ক্লাবের আজীবন সদস্যপদ লাভ করবেন। একইসঙ্গে একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় যাচাইয়ের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরা ক্লাবের ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ হিসেবে নির্বাচিত হবেন। তিন ধাপের এই প্রক্রিয়াটি হলো:
১. লিখিত পরীক্ষা – অনুষ্ঠিত হবে ৮ মে (অনলাইনে)
২. দলগত প্রেজেন্টেশন – ১০ মে (অফলাইনে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে)
৩. সাক্ষাৎকার – ১৬ মে (অফলাইনে)
যেসব শিক্ষার্থী এই ধাপগুলোতে উত্তীর্ণ না হলেও তারা ক্লাবের সাধারণ সদস্য হিসেবে যুক্ত থাকতে পারবেন এবং নানা প্রশিক্ষণ ও সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮তম ও ১৯তম ব্যাচের শিক্ষার্থীরা অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই রেজিস্ট্রেশন করতে পারছেন। ক্যাম্পাসে ভাস্কর্য চত্বরে স্থাপিত বুথে অফলাইন রেজিস্ট্রেশন চালু রয়েছে।
ক্লাবের সভাপতি শাহরিয়ার ইমন বলেন, এলডিপি হলো আমাদের সদস্য সংগ্রহ প্রক্রিয়া, যেখানে এক বছরব্যাপী বিভিন্ন কারিকুলাম ও স্কিল ডেভেলপমেন্ট সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যত নেতা হিসেবে গড়ে তোলা হয়।
সাধারণ সম্পাদক ইরফান হোসাইন বলেন, আমরা বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই নেতৃত্বের সম্ভাবনা লুকিয়ে থাকে। আমাদের দায়িত্ব সেই সম্ভাবনাকে আবিষ্কার করে যথাযথ দিকনির্দেশনার মাধ্যমে তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা।
২০১১ সালের ১ জুন প্রতিষ্ঠিত ‘জবি ক্যারিয়ার ক্লাব’ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড সংগঠন হিসেবে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। বর্তমানে ক্লাবটির সদস্য সংখ্যা প্রায় এক হাজার। প্রতিবছর ক্লাবটি বিভিন্ন সিগনেচার প্রোগ্রাম আয়োজন করে থাকে, যেমন:
-
লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এলডিপি) – নবীনদের জন্য নেতৃত্ব প্রশিক্ষণ
-
ন্যাশনাল জব জাংশন – চাকরি মেলা, ক্যাম্পাস থেকে সরাসরি নিয়োগ
-
আপলিফট ইউর ক্যারিয়ার – দিনব্যাপী ক্যারিয়ার উন্নয়ন সেশন
-
ক্রিয়েটিভ ম্যানিয়াক – অনলাইনভিত্তিক সৃজনশীল প্রতিযোগিতা
-
হেভ পাওয়ার অন পাওয়ারপয়েন্ট & প্রেজেন্টেশন – উপস্থাপনা দক্ষতা উন্নয়ন
- ড্যাকয়েট অব এক্সিলেন্স – আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেইস কম্পিটিশনসর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”