ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল সিটি নির্বাচনে ফয়জুল করিমকে মেয়র ঘোষণার আবেদন খারিজ

  • প্রকাশঃ ০৬:৪০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 40

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সৈয়দ ফয়জুল করিমকে মেয়র হিসেবে ঘোষণা করার দাবিতে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট আদালত। সোমবার (৫ মে) শুনানি শেষে বরিশাল সিটি নির্বাচনী আদালতের বিচারক ও সিনিয়র সহকারী জজ হাসিবুল হাসান এ আদেশ দেন।

আদালতের রায়ে বলা হয়েছে, “ঘটনাটি দীর্ঘদিন আগের হওয়ায় এবং অন্যান্য প্রক্রিয়াগত কারণে মামলাটি গ্রহণযোগ্য নয়। তাই আবেদন খারিজ করা হলো।”

সৈয়দ ফয়জুল করিমের পক্ষে মামলাটি পরিচালনা করা আইনজীবী শেখ নাছির উদ্দিন মামলার আবেদন খারিজের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সৈয়দ ফয়জুল করিম। নির্বাচনের দিন তার ওপর হামলার ঘটনা ঘটে, যা দেশ-বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এরপর নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই খোকন সেরনিয়াবাত বিজয়ী হন।

প্রায় ২২ মাস পর, চলতি বছরের ১৭ এপ্রিল সৈয়দ ফয়জুল করিমের পক্ষ থেকে তার আইনজীবী আদালতে আবেদন দাখিল করেন, যাতে তাকে বিজয়ী ঘোষণা করার দাবি জানানো হয়। এরপর আদালত ২৪ এপ্রিল ও পরে ৫ মে শুনানির দিন ধার্য করেন।

শুনানির দিন ফয়জুল করিম নিজে আদালতে উপস্থিত ছিলেন। তবে আদালতের পর্যবেক্ষণে বলা হয়, সময়সীমা ও আইনি ভিত্তির অভাবে মামলাটি গ্রহণযোগ্য নয় বলে গৃহীত হয়নি।

বরিশাল প্রতিনিধি: মো. রাইয়ান ইসলাম

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”

শেয়ার করুন

বরিশাল সিটি নির্বাচনে ফয়জুল করিমকে মেয়র ঘোষণার আবেদন খারিজ

প্রকাশঃ ০৬:৪০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সৈয়দ ফয়জুল করিমকে মেয়র হিসেবে ঘোষণা করার দাবিতে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট আদালত। সোমবার (৫ মে) শুনানি শেষে বরিশাল সিটি নির্বাচনী আদালতের বিচারক ও সিনিয়র সহকারী জজ হাসিবুল হাসান এ আদেশ দেন।

আদালতের রায়ে বলা হয়েছে, “ঘটনাটি দীর্ঘদিন আগের হওয়ায় এবং অন্যান্য প্রক্রিয়াগত কারণে মামলাটি গ্রহণযোগ্য নয়। তাই আবেদন খারিজ করা হলো।”

সৈয়দ ফয়জুল করিমের পক্ষে মামলাটি পরিচালনা করা আইনজীবী শেখ নাছির উদ্দিন মামলার আবেদন খারিজের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সৈয়দ ফয়জুল করিম। নির্বাচনের দিন তার ওপর হামলার ঘটনা ঘটে, যা দেশ-বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এরপর নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই খোকন সেরনিয়াবাত বিজয়ী হন।

প্রায় ২২ মাস পর, চলতি বছরের ১৭ এপ্রিল সৈয়দ ফয়জুল করিমের পক্ষ থেকে তার আইনজীবী আদালতে আবেদন দাখিল করেন, যাতে তাকে বিজয়ী ঘোষণা করার দাবি জানানো হয়। এরপর আদালত ২৪ এপ্রিল ও পরে ৫ মে শুনানির দিন ধার্য করেন।

শুনানির দিন ফয়জুল করিম নিজে আদালতে উপস্থিত ছিলেন। তবে আদালতের পর্যবেক্ষণে বলা হয়, সময়সীমা ও আইনি ভিত্তির অভাবে মামলাটি গ্রহণযোগ্য নয় বলে গৃহীত হয়নি।

বরিশাল প্রতিনিধি: মো. রাইয়ান ইসলাম

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”