রাজশাহী কলেজে ভাইভা দিতে এসে ছাত্রলীগ কর্মী আটক, পুলিশের হাতে সোপর্দ

- প্রকাশঃ ১২:০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / 30
রাজশাহী কলেজে ভাইভা দিতে এসে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। মঙ্গলবার (৬ মে) দুপুর ২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
আটককৃত ছাত্রলীগ কর্মীর নাম মো. মাজহারুল ইসলাম আশিক। তিনি রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং গাইবান্ধার সাদুল্লাপুর থানার ক্ষুদ্রকমরপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, ৫ আগস্ট সরকারের পতনের আগে তিনি মুসলিম ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
ছাত্রদলের দাবি, আশিক কলেজে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি ও হত্যা মামলার আসামি রাশিক দত্তের ঘনিষ্ঠ সহযোগী। তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি ১৬ তারিখে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় আশিক সরাসরি জড়িত ছিলেন।
আটকের বিষয়ে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, “ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে চিহ্নিত করে কলেজ প্রশাসনের অনুমতিতে পুলিশে হস্তান্তর করেছে। আমরা চাই হামলাকারীদের ছাত্রত্ব বাতিল করে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক।”
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, “আটককৃত আশিকের বিরুদ্ধে নতুন করে কোনো মামলা হয়নি। তবে পূর্বের একটি মামলা চলমান রয়েছে। সেই মামলায় তাকে আদালতে চালান দেওয়া হবে।”
এই ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।