ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

  • প্রকাশঃ ০৩:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 18

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাজেটে বৈষম্য অবহেলার প্রতিবাদে এবং আবাসন সুবিধা, অবকাঠামো নির্মাণ জকসু নির্বাচনের দাবিতে চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (মে) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ রফিক ভবনের নিচে সমাবেশে মিলিত হন।

মিছিলে শিক্ষার্থীদের কণ্ঠে শোনা যায় প্রহসনের বাজেট মানি না মানব না, বৈষম্যের গদিতে আগুন জ্বালাও একসাথে, জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো

সমাবেশে বক্তারা ইউজিসির বাজেটে ধারাবাহিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি বৈষম্য প্রদর্শনের অভিযোগ তোলেন এবং বাজেট বৃদ্ধির দাবি জানান।

২০১৯-২০ সেশনের শিক্ষার্থী কিশোর সাম্য বলেন, গুলির মুখেও আমরা পিছু হটি না। অথচ প্রতিবার বাজেট বরাদ্দে ঢাবি-চবি সুবিধা পায়, জবি পায় না। আমরা এসি চাইনি, চাকরি চাইনি—আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার চাই। আর পাগলদের ক্ষেপাবেন না, তাদের সামলানো আপনাদের সাধ্যের বাইরে।

২০২০-২১ সেশনের শিক্ষার্থী শাহীন মিয়া বলেন, ২০ বছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধু নামেই বিশ্ববিদ্যালয়। সুবিধা নেই বললেই চলে। আমাদের দিয়ে সরকার গড়া হলো, অথচ আমরা আজও বৈষম্যের শিকার। প্রয়োজনে ইউজিসি প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) বলেন, বিশ্ববিদ্যালয় যেন বিশ্ববিদ্যালয়ের মতো চলে—এটাই চাই। অন্যথায়, এই প্রতিষ্ঠান চিরতরে বন্ধ হোক।”

জবি শিক্ষার্থীদের চার দফা দাবি

১. ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ বৃদ্ধি এবং অন্তত ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভুক্ত করা।
২. ড. হাবিবুর রহমান হল বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ মে’র মধ্যে শুরু করা।
৩. প্রশাসন প্রতি ১৫ দিনে একবার দ্বিতীয় ক্যাম্পাস হল নির্মাণের অগ্রগতি ব্রিফ করবেএমন বাধ্যবাধকতা আরোপ।
৪. আগামী ১৫ মে’র মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।

শিক্ষার্থীরা জানান, ২০ হাজারের বেশি শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত হল নেই, ক্লাসরুম সংকট প্রকট। এতে শিক্ষার মানে প্রভাব পড়ছে। বাজেটে এই অব্যবস্থা বৈষম্য দীর্ঘদিন ধরে চললেও এর কোনো কার্যকর সমাধান আসেনি। সমাবেশ শেষে শিক্ষার্থীরা ঘোষণা দেন, আগামীকাল উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।

প্রতিবেদন: ইমতিয়াজ উদ্দিন

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”

শেয়ার করুন

চার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

প্রকাশঃ ০৩:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাজেটে বৈষম্য অবহেলার প্রতিবাদে এবং আবাসন সুবিধা, অবকাঠামো নির্মাণ জকসু নির্বাচনের দাবিতে চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (মে) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ রফিক ভবনের নিচে সমাবেশে মিলিত হন।

মিছিলে শিক্ষার্থীদের কণ্ঠে শোনা যায় প্রহসনের বাজেট মানি না মানব না, বৈষম্যের গদিতে আগুন জ্বালাও একসাথে, জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো

সমাবেশে বক্তারা ইউজিসির বাজেটে ধারাবাহিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি বৈষম্য প্রদর্শনের অভিযোগ তোলেন এবং বাজেট বৃদ্ধির দাবি জানান।

২০১৯-২০ সেশনের শিক্ষার্থী কিশোর সাম্য বলেন, গুলির মুখেও আমরা পিছু হটি না। অথচ প্রতিবার বাজেট বরাদ্দে ঢাবি-চবি সুবিধা পায়, জবি পায় না। আমরা এসি চাইনি, চাকরি চাইনি—আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার চাই। আর পাগলদের ক্ষেপাবেন না, তাদের সামলানো আপনাদের সাধ্যের বাইরে।

২০২০-২১ সেশনের শিক্ষার্থী শাহীন মিয়া বলেন, ২০ বছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধু নামেই বিশ্ববিদ্যালয়। সুবিধা নেই বললেই চলে। আমাদের দিয়ে সরকার গড়া হলো, অথচ আমরা আজও বৈষম্যের শিকার। প্রয়োজনে ইউজিসি প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) বলেন, বিশ্ববিদ্যালয় যেন বিশ্ববিদ্যালয়ের মতো চলে—এটাই চাই। অন্যথায়, এই প্রতিষ্ঠান চিরতরে বন্ধ হোক।”

জবি শিক্ষার্থীদের চার দফা দাবি

১. ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ বৃদ্ধি এবং অন্তত ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভুক্ত করা।
২. ড. হাবিবুর রহমান হল বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ মে’র মধ্যে শুরু করা।
৩. প্রশাসন প্রতি ১৫ দিনে একবার দ্বিতীয় ক্যাম্পাস হল নির্মাণের অগ্রগতি ব্রিফ করবেএমন বাধ্যবাধকতা আরোপ।
৪. আগামী ১৫ মে’র মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।

শিক্ষার্থীরা জানান, ২০ হাজারের বেশি শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত হল নেই, ক্লাসরুম সংকট প্রকট। এতে শিক্ষার মানে প্রভাব পড়ছে। বাজেটে এই অব্যবস্থা বৈষম্য দীর্ঘদিন ধরে চললেও এর কোনো কার্যকর সমাধান আসেনি। সমাবেশ শেষে শিক্ষার্থীরা ঘোষণা দেন, আগামীকাল উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।

প্রতিবেদন: ইমতিয়াজ উদ্দিন

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”