বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেন

- প্রকাশঃ ০৪:২৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 11
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল খন্দকার আক্তার হোসেন। বুধবার (৭ মে) আনুষ্ঠানিকভাবে বিদায়ী উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী তাঁর হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে রিয়ার অ্যাডমিরাল খন্দকার আক্তার হোসেনকে বিএমইউ-এর পঞ্চম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তরে চিফ অব নেভাল স্টাফ (ম্যাটেরিয়াল) হিসেবে কর্মরত ছিলেন।
রিয়ার অ্যাডমিরাল খন্দকার আক্তার হোসেন শিক্ষা জীবনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং-এ প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে মাস্টার্স এবং বুয়েট থেকে নেভাল আর্কিটেকচার ও ওশান ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি সম্পন্ন করেন।
১৯৯৯ সালে তিনি মেরিন একাডেমিতে সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার ইনস্ট্রাক্টর হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর শিপইয়ার্ডের পরিচালক ও এমআইএসটি-তে ডিনসহ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ২ সেপ্টেম্বর রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী বিএমইউ-এর চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর স্বল্প সময়ের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি কমানো, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং প্রশাসনিক কাঠামোয় বেশ কিছু উন্নয়ন সাধিত হয়।
বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে রিয়ার অ্যাডমিরাল খন্দকার আক্তার হোসেনের অভিজ্ঞতা ও নেতৃত্বে বিএমইউ-এর শিক্ষার্থীরা নতুন আশার সঞ্চার করছে। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে গতিশীলতা ও প্রশাসনিক স্থিতিশীলতা বৃদ্ধির প্রত্যাশা রয়েছে।
শিক্ষার্থীরা আশা করছে, নতুন উপাচার্যের দক্ষ পরিচালনায় বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।
বিএমইউ প্রতিনিধি – রাইসুল ইসলাম