দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করায় বৈছাআর সিনিয়র যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার, জেরে বিপ্লবীদের পদত্যাগ।

- প্রকাশঃ ০৮:০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / 24
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে চাঞ্চল্য: চাঁদাবাজি–টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করায় সিনিয়র যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার, ৭২ ঘণ্টার মধ্যে গণহারে পদত্যাগ বিপ্লবীদের।
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটিতে অভ্যন্তরীণ বিরোধ ও অনৈতিক কর্মকাণ্ড ঘিরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্য সচিব মো. ফয়সাল প্রিন্স স্বাক্ষরিত এক বহিষ্কার আদেশে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া ও এক সংগঠককে শৃঙ্খলাভঙ্গ ও নীতিবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে অপসারণ করা হলে, এর পরদিনই ৭৩ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেন।
পদত্যাগকারীদের মধ্যে ৮ জন যুগ্ম আহ্বায়ক, ৮ জন যুগ্ম সদস্য সচিব, ৫ জন সংগঠক, ২ জন স্বাস্থ্য সেলের সদস্য এবং ৫০ জন সাধারণ সদস্য রয়েছেন।
এ বিষয়ে সংগঠনের যুগ্ম আহ্বায়ক জেবা আফতাবুন কারিকা তার ফেসবুক পোস্টে লেখেন, “এই অযৌক্তিক সিদ্ধান্তের জন্য আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্য সচিব ফয়সাল প্রিন্সের প্রতি তীব্র নিন্দা ও অনাস্থা জানাচ্ছি। এটি সংগঠনের গঠনতন্ত্র ও গণতান্ত্রিক চর্চার সুস্পষ্ট লঙ্ঘন।”
সংগঠনের আরেক যুগ্ম আহ্বায়ক রাইয়ান জোহান বলেন, “জেলা কমিটির শীর্ষ নেতৃত্ব নিজেদের মতেই সবকিছু পরিচালনা করছে। তাদের বিরুদ্ধে কথা বললেই বহিষ্কার হতে হচ্ছে। আমরা শোষণ বিরোধী আন্দোলনে এসেছি, কিন্তু এখন তারাই শোষণের চর্চা করছে।”
অন্যদিকে, বহিষ্কৃত মামুন মিয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অডিও ক্লিপ ছড়ানো হয়েছে। যেখানে শোষণের বিরুদ্ধে লড়ছিলাম, সেখানেই আজ ষড়যন্ত্রের উৎসব চলছে।”
সংগঠক শারমিন আক্তার মিতু, যুগ্ম আহ্বায়ক সাইফ আব্দুল্লাহ মানার এবং স্বাস্থ্য সেল সদস্য মির্জা তোফাজ্জলসহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতৃত্বের বিরুদ্ধে অসংগতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পদত্যাগ করেছেন।
এদিকে আহ্বায়ক ইকরাম হোসেন মুঠোফোনে বলেন, “তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি করার প্রমাণ রয়েছে। পদত্যাগকারীরা নিজেদের অপকর্ম আড়াল করতেই গুজব ছড়াচ্ছে।”
অন্যদিকে, গাছ লাগানোর নামে অর্থ সংগ্রহের অভিযোগে ফয়সাল প্রিন্সের সকল পদ স্থগিত করার আহ্বান জানিয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া। সংগঠনের ভবিষ্যৎ নিয়ে এখন কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।