রাবি রেজিস্ট্রার বাসায় হামলার বিচার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে শিক্ষক-শিক্ষার্থীরা

- প্রকাশঃ ১২:৩৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / 20
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদের বাসায় ককটেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটার এক সপ্তাহ পরও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এই অচলাবস্থার প্রতিবাদে আজ বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত হয় এক বিশাল ছাত্র-শিক্ষক-নাগরিক সমাবেশ।
সমাবেশে সভাপতিত্ব করেন মাহবুব সিদ্দিকী এবং সঞ্চালনায় ছিলেন উত্তরণ প্রকাশ। বক্তারা একে একে বলেন, প্রশাসনের নীরবতা ও ব্যর্থতা আমাদের শঙ্কিত করছে। একজন উচ্চপদস্থ কর্মকর্তার বাসা যখন নিরাপদ নয়, তখন সাধারণ শিক্ষার্থীরা কোথায় নিরাপদ?
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী, হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. দিল আরা হোসেন, আইন ও ভূমি প্রশাসনের চেয়ারম্যান ড. সাহাল উদ্দীন, মুন্নুজান হলের প্রভোস্ট ড. আসিয়ারা খাতুন, উর্দু বিভাগের অধ্যাপক ড. সামিউল ইসলাম, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সারওয়ার সুজন, সিনিয়র সাংবাদিক মাহমুদ জামাল কাদেরী, মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, সাবেক সমন্বয়ক মেশকাত চৌধুরী মিশু, মাহায়ের ইসলাম এবং শিক্ষার্থী জাকির হোসেন।
তারা বলেন, হামলার পেছনে কারা রয়েছে, তাদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কেন এতটা উদাসীন? অবিলম্বে দায়ীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত না করা হলে, বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।
সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ নাগরিকরা একসঙ্গে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
রাবি প্রতিনিধি: স্বাধীন খন্দকার