‘বাবা বারবার ধর্ষণ করেছে’ হত্যা করে ভিডিও ফেসবুকে পোস্ট, এরপর ৯৯৯-এ ফোন তরুণীর

- প্রকাশঃ ০৩:২২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / 55
ঢাকার সাভারে এক তরুণী নিজের বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ছুরি দিয়ে হত্যা করে, হত্যার সেই ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করেন। পরে নিজেই ফোন করেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এবং বলেন, “আমি বাবাকে খুন করেছি, আমাকে ধরে নিয়ে যান।”
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ মে) ভোরে সাভারের মজিদপুর কাঠালবাগান এলাকার একটি ফ্ল্যাট থেকে জান্নাতুল জাহান শিফা (২৩) নামে ওই তরুণীকে আটক করা হয়। তার মোবাইল থেকে হত্যাকাণ্ডের ভিডিও উদ্ধার করেছে পুলিশ।
ভিডিওতে দেখা যায়, শিফা ছুরি দিয়ে বারবার মৃতদেহে আঘাত করছেন এবং দাবি করছেন, মৃত ব্যক্তি তার বাবা, যিনি তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। তিনি আরও বলেন, এ অভিযোগে থানায় গিয়ে একাধিকবার বিচার চেয়েও কোনো প্রতিকার পাননি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, অভিযুক্ত তরুণী হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন এবং তার মোবাইলে ভিডিও থাকার বিষয়টিও নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনার পরপরই সে নিজেই ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ করে।”
স্থানীয়রা জানান, নিহত আব্দুর সাত্তার (৫৫) নাটোর জেলার সিংড়া উপজেলার ভগা গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার সাভারে একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। পাঁচ মাস আগে তিনি ও তার মেয়ে শিফা ওই বাসায় ওঠেন।
ওই তরুণীর দাবি, ২০২২ সালে নাটোরের সিংড়া থানায় তার বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন তিনি। মামলার পর কিছুদিন জেলে থাকলেও জামিনে মুক্ত হয়ে আবার মেয়ের সঙ্গে থাকতে শুরু করেন সাত্তার। মেয়েকে মামলা তুলে নেওয়ার জন্য নানা ধরনের চাপ দিতেন বলেও অভিযোগ করেন তিনি।
বুধবার রাতে বাবার খাবারে ২০টি ঘুমের ওষুধ মিশিয়ে দেন শিফা। এরপর ভোররাতে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন এবং পুরো ঘটনাটি মোবাইলে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এবং অভিযুক্তকে আটক করে।
সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ২০২২ সালের ধর্ষণ মামলার বিষয়টি যাচাই-বাছাই করছি। তবে ঢাকার মোহাম্মদপুর থানায় আব্দুর সাত্তারের নামে একটি প্রতারণার মামলা রয়েছে।