সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন নেতৃত্বে সভাপতি সাব্বির, সাধারণ সম্পাদক রাকিব

- প্রকাশঃ ০৬:৩৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / 15
ঢাকা, ১০ মে ২০২৫: রাজধানীর হাতিরঝিল সংলগ্ন X Bite রেস্টুরেন্টে গত শনিবার সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ও ক্যানাডিয়ান ইউনিভার্সিটির ছাত্রদলের কর্মীসভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের মেকানিকাল ডিপার্টমেন্টের প্রার্থী সাব্বির হোসেন এবং LLM বিভাগের প্রার্থী মো. দোবাইদুর রহমান। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন LLB ডিপার্টমেন্টের সাইফুল ইসলাম মিরাজ এবং মোঃ রাকিব শিকদার।
ভোট গণনা শেষে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি দিনার হোসেন স্বাক্ষরিত এক নোটিশে সাব্বির হোসেনকে সভাপতি এবং মোঃ রাকিব শিকদারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। নির্বাচনে সাব্বির হোসেন ৭২ ভোট পেয়ে সভাপতি এবং মোঃ রাকিব শিকদার ৬৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। অপরদিকে, মো. দোবাইদুর রহমান পান ৪৪ ভোট এবং সাইফুল ইসলাম মিরাজ পান ৫০ ভোট।
সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে বাংলা বিভাগের শিক্ষার্থী মো: রাকিব শিকদার। শনিবার ১০ মে রাজধানির হাতিরঝিল সংলগ্ন X Bite রেস্টুরেন্টে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক কর্মীসভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।
নবনির্বাচিত সভাপতি সাব্বির হোসেন জয়ের পর শিক্ষার্থী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ছাত্রদলের উন্নয়ন এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আমি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।’ তিনি আরও বলেন, ‘বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদল কাজ করে যাবে।
বিজয়ী সাধারণ সম্পাদক রাকিব শিকদার তার জয়ে সকল শিক্ষার্থী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ছাত্রদলের মূল ও নীতি আদর্শ নিয়ে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আমরা কাজ করে যাবো। এই নির্বাচনের মাধ্যমে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হলো, যা আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল করবে বলে আশা করা যাচ্ছে।