ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের আগের দিনই উৎসবে মেতে উঠেছে শিক্ষার্থীরা

  • প্রকাশঃ ০৭:২৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 104

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন আগামীকাল (১৪ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। সমাবর্তনে অংশ নিতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এরই মধ্যে ক্যাম্পাসে পৌঁছেছেন।

চবির সবুজ প্রাঙ্গণে গাছে গাছে অপেক্ষারত জারুল, সোনালু, কৃষ্ণচূড়াসহ নানা ফুল। শিক্ষার্থীরা প্রিয় মানুষটির সঙ্গে ছবি তুলছেন, কেউবা পরিবারের সাথে ঘুরে বেড়াচ্ছেন। নৈসর্গিক সৌন্দর্যে ক্যাম্পাস যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।

এবারের সমাবর্তনের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন চবির সাবেক শিক্ষক,নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তাঁর উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে বাড়তি উৎসাহ।

সমাবর্তনে অংশ নিচ্ছেন ২২ হাজার ৫৬০ জন শিক্ষার্থী, যার মধ্যে ২২ জন পিএইচডি এবং ১৭ জন এমফিল ডিগ্রিধারী।

ক্যাম্পাসের বিভিন্ন স্থানে উৎসবের পরিবেশ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, বুদ্ধিজীবী চত্বর, কেন্দ্রীয় লাইব্রেরি, চাকসু ভবন, ফরেস্ট্রি ও মেরিন সায়েন্স ইনস্টিটিউট, সমাজবিজ্ঞান অনুষদসহ অনেক জায়গায় আনন্দের রঙে ভরে উঠেছে।

২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী রনি বলেন, ‘কাল সমাবর্তন, আমরা আজই চলে এসেছি। অনেকদিন ক্যাম্পাসে আসা হয়নি। প্রাণের ক্যাম্পাস নতুনরূপে সেজেছে।’

চবি প্রক্টর অধ্যাপক তানভীর হায়দার মোহাম্মদ আরিফ জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি বলেন,’একাধিক

সভা শেষে প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী এবং ২৮০০ স্বেচ্ছাসেবক শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।’

সমাবর্তনের আগের দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উৎসাহ ও উচ্ছ্বাসের কোনও কমতি নেই। শিক্ষার্থীরা প্রতীক্ষার প্রহর গুনছেন, আর এই মিলনমেলা চবির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, এমনটাই মনে করছেন সবাই।

প্রতিবেদক:সালাহ উদ্দিন আহমেদ

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা

শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের আগের দিনই উৎসবে মেতে উঠেছে শিক্ষার্থীরা

প্রকাশঃ ০৭:২৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন আগামীকাল (১৪ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। সমাবর্তনে অংশ নিতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এরই মধ্যে ক্যাম্পাসে পৌঁছেছেন।

চবির সবুজ প্রাঙ্গণে গাছে গাছে অপেক্ষারত জারুল, সোনালু, কৃষ্ণচূড়াসহ নানা ফুল। শিক্ষার্থীরা প্রিয় মানুষটির সঙ্গে ছবি তুলছেন, কেউবা পরিবারের সাথে ঘুরে বেড়াচ্ছেন। নৈসর্গিক সৌন্দর্যে ক্যাম্পাস যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।

এবারের সমাবর্তনের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন চবির সাবেক শিক্ষক,নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তাঁর উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে বাড়তি উৎসাহ।

সমাবর্তনে অংশ নিচ্ছেন ২২ হাজার ৫৬০ জন শিক্ষার্থী, যার মধ্যে ২২ জন পিএইচডি এবং ১৭ জন এমফিল ডিগ্রিধারী।

ক্যাম্পাসের বিভিন্ন স্থানে উৎসবের পরিবেশ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, বুদ্ধিজীবী চত্বর, কেন্দ্রীয় লাইব্রেরি, চাকসু ভবন, ফরেস্ট্রি ও মেরিন সায়েন্স ইনস্টিটিউট, সমাজবিজ্ঞান অনুষদসহ অনেক জায়গায় আনন্দের রঙে ভরে উঠেছে।

২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী রনি বলেন, ‘কাল সমাবর্তন, আমরা আজই চলে এসেছি। অনেকদিন ক্যাম্পাসে আসা হয়নি। প্রাণের ক্যাম্পাস নতুনরূপে সেজেছে।’

চবি প্রক্টর অধ্যাপক তানভীর হায়দার মোহাম্মদ আরিফ জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি বলেন,’একাধিক

সভা শেষে প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী এবং ২৮০০ স্বেচ্ছাসেবক শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।’

সমাবর্তনের আগের দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উৎসাহ ও উচ্ছ্বাসের কোনও কমতি নেই। শিক্ষার্থীরা প্রতীক্ষার প্রহর গুনছেন, আর এই মিলনমেলা চবির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, এমনটাই মনে করছেন সবাই।

প্রতিবেদক:সালাহ উদ্দিন আহমেদ

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা