আগামী ২২ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু

- প্রকাশঃ ০২:০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / 39
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম সেমিস্টার ক্লাস আগামী ২২ জুন শুরু হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, পিএইচডি।
আজ শনিবার (১৭ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য জানান।
পরবর্তীতে তিনি আরো জানান, “বর্তমানে প্রথম বর্ষের ভর্তি শেষ পর্যায়ে আছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ৯৫ শতাংশ শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে। তৃতীয় মেরিট মেরিটের ভর্তি শেষ। চতুর্থ মেরিট লিস্টেই বাকি আসনগুলো পূর্ণ হয়ে যাবে। আশা করি, আমরাই প্রথম ঈদের পরপরই প্রথম বর্ষের ক্লাস শুরু করব।”
প্রতিবেদক: ইমতিয়াজ উদ্দিন
সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা
প্রাসঙ্গিক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়