নজরুল পদক ২০২৫ পাচ্ছেন ড. রশিদুন্ নবী ও ইয়াকুব আলী খান

- প্রকাশঃ ০২:৫৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / 51
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম মর্যাদাপূর্ণ ‘নজরুল পদক’ ২০২৫-এর জন্য গবেষণা ও সংগীত শাখায় যথাক্রমে অধ্যাপক ড. রশিদুন্ নবী এবং জনাব ইয়াকুব আলী খানকে মনোনীত করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে মনোনয়ন চূড়ান্ত করেন।
অধ্যাপক ড. রশিদুন্ নবী দেশের ভাষা ও সাহিত্য গবেষণায় দীর্ঘদিন ধরে অসামান্য অবদান রেখে চলেছেন। অপরদিকে, সংগীতশিল্পী ইয়াকুব আলী খান নজরুল সংগীতের অনুরাগী শ্রোতাদের কাছে পরিচিত একটি নাম, যিনি দীর্ঘদিন ধরে নজরুল সংগীত চর্চা, প্রচার ও প্রসারে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন।
সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), যিনি বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন, তিনি জানান, “আমরা বিশ্বাস করি, এ বছরের মনোনীত গুণীজনেরা তাঁদের কর্ম ও সাধনার মাধ্যমে নজরুল চেতনা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।”
উল্লেখ্য, নজরুল পদক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও কর্মচেতনার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর গবেষণা ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করতে
দেওয়া হয়।
প্রতিবেদক:মুসতারিন রহমান স্নিগ্ধা
সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা