মৌলভীবাজারে জাল টাকা ছাড়ানোর পরিকল্পনা: ৩ লাখ টাকার জাল নোটসহ আটক ১

- প্রকাশঃ ০৩:১৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / 107
আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে মৌলভীবাজারে পশুর হাটে জাল টাকা ছাড়ার পরিকল্পনা করছিলেন এক সংঘবদ্ধ চক্রের সদস্য। তবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে সেই পরিকল্পনা ভেস্তে যায়। অভিযানে প্রায় ৩ লাখ টাকার জাল বাংলাদেশি ও ভারতীয় রুপিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন যুগেন্দ্র মল্লিক (৪১), তিনি শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকার বাসিন্দা এবং মৃত দেবেন্দ্র মল্লিকের ছেলে।
বৃহস্পতিবার (২২ মে) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে যুগেন্দ্র মল্লিককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে জাল নোট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং দেশের বিভিন্ন স্থান থেকে জাল নোট সংগ্রহ করে সাধারণ মানুষের মাঝে সরবরাহ করতেন।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জেলার বিভিন্ন পশুর হাটে এই জাল টাকা ছাড়ার পরিকল্পনা ছিল তার, যা ডিবি পুলিশের তৎপরতায় ভণ্ডুল হয়ে যায়।
অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১,৫৫টি এক হাজার টাকার জাল নোট, ২০০টি পাঁচশ টাকার জাল নোট, ১১১টি দুইশ টাকার জাল নোট, ভারতীয় ৫টি পাঁচশ ও ৭টি দুইশ টাকার জাল রুপি, ১টি বাটন মোবাইল ফোন, ১২টি খাকি খাম
মোট জব্দকৃত অর্থের পরিমাণ বাংলাদেশি জাল টাকায় ২ লাখ ৭৭ হাজার ২০০ টাকা এবং ভারতীয় জাল রুপিতে ৩ হাজার ৯০০ টাকা।
পুলিশ জানায়, যুগেন্দ্র মল্লিক এর আগেও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রায় ৭০ লাখ টাকার জাল বাংলাদেশি টাকা ও ১৪ লাখ টাকার ভারতীয় রুপিসহ গ্রেপ্তার হয়েছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(এ)(বি) ধারা অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে তার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার শাকিল এবং জেলা গোয়েন্দা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।