মোবাইল চুরি করতে গিয়ে ছাত্রলীগ নেতা এলাকাবাসীর হাতে আটক

- প্রকাশঃ ১০:৩০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / 45
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোবাইল ও নগদ অর্থ চুরির সময় ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (২৪ মে) গভীর রাতে গোমস্তাপুর ইউনিয়নের চাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি নাহিদ (১৯), জিয়া ডাক্তারের ছেলে এবং গোমস্তাপুর ইউনিয়ন ছাত্রলীগের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে মিজান নামে এক ব্যক্তির বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েন নাহিদ। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে তাকে ধরে ফেলেন এবং পরে পুলিশে খবর দেওয়া হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “চুরির সময় হাতেনাতে ধরা পড়েন নাহিদ। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ইতোমধ্যে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।