জাতীয় দলে নতুন চমক শমিত ও ফাহমিদুল, ফিরলেন হামজাও

- প্রকাশঃ ১২:২৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / 20
এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই লক্ষ্যে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। ঘোষিত দলে জায়গা করে নিয়েছেন ব্রিটেন প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী, যিনি এর আগে চলতি বছরের ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নামেন।
দলের মিডফিল্ডকে আরও শক্তিশালী করতে পুনরায় ডাকা হয়েছে হামজাকে। তার অভিজ্ঞতা ও ইউরোপীয় ঘরানার খেলার দক্ষতা দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলে ধারণা ফুটবল সংশ্লিষ্টদের।
এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন কানাডা প্রবাসী ফরোয়ার্ড শমিত সোম ও ইতালি প্রবাসী তরুণ ফাহমিদুল ইসলাম। দেশের বাইরে বেড়ে ওঠা হলেও ফুটবলের প্রতি তাদের অঙ্গীকার এবং সাম্প্রতিক পারফরম্যান্স তাদের জাতীয় দলের জার্সি পরার সুযোগ এনে দিয়েছে।
আগামী ১০ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য প্রস্তুতি ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলবে এই স্কোয়াড। বাছাইয়ের এই পর্ব জাতীয় দলের জন্য দারুণ এক সুযোগ, যেখানে কাবরেরার দল আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।
ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াড
গোলরক্ষক:মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার:শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন
মিডফিল্ডার:মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মজিবুর রহমান জনি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী
ফরোয়ার্ড:শমিত সোম, ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, সুমন রেজা
এই স্কোয়াড নিয়ে কোচ কাবরেরা আশাবাদী যে দলটি নিজেদের দক্ষতা ও প্রস্তুতির সর্বোচ্চটা দিয়ে বাছাইপর্বে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবে। দলের মধ্যে যেমন অভিজ্ঞতা রয়েছে, তেমনি রয়েছে তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের আত্মপ্রকাশের সম্ভাবনাও।