ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধাপরাধীর খালাস ও রাবিতে হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

  • প্রকাশঃ ০৬:২৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 27

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেওয়া এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণতান্ত্রিক ছাত্র জোটের শান্তিপূর্ণ মিছিলে হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ।

বুধবার (২৮ মে) রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাঁই নাই’, ‘৫২’র হাতিয়ার গর্জে উঠা আরেকবার’, ‘৭১’র হাতিয়ার গর্জে ওঠে আরেকবার’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের কার্যনির্বাহী সদস্য তালুকদার হাম্মাদ বলেন, “২৪-এর থেকেও বড় শক্তি হচ্ছে ৭১। তাই ইন্টেরিম সরকার ২৪-এর রক্তের ওপর দাঁড়িয়ে ৭১-এর রক্তের বিরোধী কোনো কাজ করতে পারে না। এরই প্রতিবাদে গতকাল গণতান্ত্রিক জোটের শান্তিপূর্ণ আন্দোলনে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা শিবির হামলা চালিয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই— দেশ শিবিরের না; দেশ হলো সমস্ত মানুষের। শিবিরের ইশারায় এ দেশ চলবে না। আমার আরেকজন ভাইয়ের উপর যদি আঘাত আসে এবং ইন্টেরিম সরকার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে ব্যর্থ হয়, তবে আমরা দেশের মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

সংগঠনটির সহ-সভাপতি ওবায়দুর রহমান আনাস বলেন, “আমরা ৫২, ৭১ ও ২৪-এর আদর্শে বিশ্বাস করি এবং এর বিরোধীদের সাথে কোনো আপোষ করি না। দেশের সকল চিহ্নিত শত্রুর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। গতকাল রাবিতে আমাদের ভাইদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

সমাবেশ থেকে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

প্রতিবেদক: সংগীত

শেয়ার করুন

যুদ্ধাপরাধীর খালাস ও রাবিতে হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

প্রকাশঃ ০৬:২৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেওয়া এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণতান্ত্রিক ছাত্র জোটের শান্তিপূর্ণ মিছিলে হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ।

বুধবার (২৮ মে) রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাঁই নাই’, ‘৫২’র হাতিয়ার গর্জে উঠা আরেকবার’, ‘৭১’র হাতিয়ার গর্জে ওঠে আরেকবার’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের কার্যনির্বাহী সদস্য তালুকদার হাম্মাদ বলেন, “২৪-এর থেকেও বড় শক্তি হচ্ছে ৭১। তাই ইন্টেরিম সরকার ২৪-এর রক্তের ওপর দাঁড়িয়ে ৭১-এর রক্তের বিরোধী কোনো কাজ করতে পারে না। এরই প্রতিবাদে গতকাল গণতান্ত্রিক জোটের শান্তিপূর্ণ আন্দোলনে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা শিবির হামলা চালিয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই— দেশ শিবিরের না; দেশ হলো সমস্ত মানুষের। শিবিরের ইশারায় এ দেশ চলবে না। আমার আরেকজন ভাইয়ের উপর যদি আঘাত আসে এবং ইন্টেরিম সরকার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে ব্যর্থ হয়, তবে আমরা দেশের মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

সংগঠনটির সহ-সভাপতি ওবায়দুর রহমান আনাস বলেন, “আমরা ৫২, ৭১ ও ২৪-এর আদর্শে বিশ্বাস করি এবং এর বিরোধীদের সাথে কোনো আপোষ করি না। দেশের সকল চিহ্নিত শত্রুর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। গতকাল রাবিতে আমাদের ভাইদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

সমাবেশ থেকে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

প্রতিবেদক: সংগীত