দীর্ঘদিন বন্ধ সরকারি বাঙলা কলেজের ওয়েবসাইট, ভোগান্তিতে শিক্ষার্থীরা

- প্রকাশঃ ০৬:৫৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / 36
রাজধানীর মিরপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট দীর্ঘদিন ধরে অচল থাকায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। একাডেমিক তথ্য, নোটিশ, পরীক্ষার সময়সূচিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে না পারায় ভোগান্তির শিকার হচ্ছেন তারা।
শিক্ষার্থীরা অভিযোগ করছেন, একটি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট দীর্ঘ সময় অচল থাকা অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। কলেজ সংক্রান্ত তথ্য জানার একমাত্র নির্ভরযোগ্য প্ল্যাটফর্মটি কার্যকর না থাকায় শিক্ষার্থীদের বিভিন্ন অনানুষ্ঠানিক সোর্সের ওপর নির্ভর করতে হচ্ছে, যা বিভ্রান্তিরও কারণ হয়ে দাঁড়াচ্ছে।
সমাজকর্ম বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী রেদওয়ান আহমেদ বলেন, অফিসিয়াল নোটিশের জন্য আমরা ওয়েবসাইটের ওপরই ভরসা করি। কিন্তু তা দীর্ঘদিন বন্ধ থাকায় নিয়মিত সমস্যায় পড়ছি। অনেক সময় পরীক্ষার তারিখ বা ক্লাসের আপডেটও মিস হয়ে যাচ্ছে।
এই পরিস্থিতি নিয়ে কলেজকেন্দ্রিক বিভিন্ন ফেসবুক গ্রুপ ও শিক্ষার্থী প্ল্যাটফর্মে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা প্রশ্ন তুলছেন, সরকারি প্রতিষ্ঠান হয়েও কীভাবে এতদিন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম অচল থাকতে পারে?
এ বিষয়ে জানতে চাইলে ওয়েবসাইট তত্ত্বাবধানে নিয়োজিত শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদা পারভিন বলেন, ওয়েবসাইটটি পরিচালনার দায়িত্ব একটি সফটওয়্যার কোম্পানির কাছে ছিল। কিছু কারিগরি সমস্যার কারণে এটি বন্ধ ছিল। তবে বিষয়টি নিয়ে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। আশা করছি, এক-দুই দিনের মধ্যেই ওয়েবসাইটটি সচল হবে।
তবে শিক্ষার্থীদের দাবি, কেবল ওয়েবসাইট সচল করলেই হবে না নিয়মিত হালনাগাদ তথ্য প্রকাশ ও দ্রুত সংকট সমাধানের জন্য একটি স্থায়ী এবং দক্ষ টেকনিক্যাল টিম প্রয়োজন।
উল্লেখ্য, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত সরকারি বাঙলা কলেজ বাংলা ভাষার মর্যাদা রক্ষায় এবং উচ্চশিক্ষায় বাংলা চালুর লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের এমন অব্যবস্থাপনা অনাকাঙ্ক্ষিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদক: তন্ময় আহমেদ