ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ছোট গরুর চাহিদা বেশি, কুরবানির হাটে আগেভাগেই জমে উঠেছে কেনাবেচা

  • প্রকাশঃ ০৬:৪৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 68

 

সামনে ঈদুল আযহা। হাতে সময় মাত্র সপ্তাহখানেক। রাজধানীর পোস্তগোলা শ্মশানঘাট ও গাবতলী কুরবানির হাট ঘুরে দেখা গেছে, ইতোমধ্যেই জমে উঠেছে কোরবানির পশুর কেনাবেচা। হাটে গরু, ছাগলসহ বিভিন্ন ধরনের পশু এলেও সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে ছোট ও মাঝারি আকারের গরুর প্রতি।

হাটে আসা ক্রেতাদের অনেকে বলছেন, শেষ মুহূর্তে পশুর দাম বাড়তে পারে বা পছন্দসই পশু পাওয়া কঠিন হতে পারে—এই আশঙ্কা থেকেই অনেকে এখনই পশু কিনে নিচ্ছেন।

গাবতলী হাটে গরু কিনতে আসা ক্রেতা মো. জাকারিয়া বলেন,
“বড় গরুর দাম অনেক বেশি। তাই বাজেট অনুযায়ী ছোট একটি গরু নিয়েছি। এখনো দাম সহনীয় আছে, পরে হয়তো বাড়তে পারে। তাই দেরি করিনি।”

অন্যদিকে বিক্রেতারাও বেশ সন্তুষ্ট আগাম বিক্রিতে। নরসিংদী থেকে গরু নিয়ে আসা বিক্রেতা আবদুল মালেক বলেন,
“ছোট গরুর দিকে ক্রেতাদের আগ্রহ বেশি। অনেকে এসে দরদাম না করেই নিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত বিক্রি ভালো হচ্ছে। আমরা আশা করছি শেষদিকে আরও চাহিদা বাড়বে।”

তবে হাটে ভিড় বাড়লেও এখনো অনেক হাটে পর্যাপ্ত নিরাপত্তা, কিংবা সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। ক্রেতারা বলছেন, স্বাস্থ্যবান পশু ও নিরাপদ হাট পরিবেশ নিশ্চিত হলে তারা আরও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন।

ঢাকার দুই সিটি কর্পোরেশনের আওতায় থাকা অস্থায়ী ও স্থায়ী হাটগুলোতেও পশু আসতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সজাগ নজরদারি রাখা হচ্ছে।

 

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা

প্রাসঙ্গিক

শেয়ার করুন

ছোট গরুর চাহিদা বেশি, কুরবানির হাটে আগেভাগেই জমে উঠেছে কেনাবেচা

প্রকাশঃ ০৬:৪৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

 

সামনে ঈদুল আযহা। হাতে সময় মাত্র সপ্তাহখানেক। রাজধানীর পোস্তগোলা শ্মশানঘাট ও গাবতলী কুরবানির হাট ঘুরে দেখা গেছে, ইতোমধ্যেই জমে উঠেছে কোরবানির পশুর কেনাবেচা। হাটে গরু, ছাগলসহ বিভিন্ন ধরনের পশু এলেও সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে ছোট ও মাঝারি আকারের গরুর প্রতি।

হাটে আসা ক্রেতাদের অনেকে বলছেন, শেষ মুহূর্তে পশুর দাম বাড়তে পারে বা পছন্দসই পশু পাওয়া কঠিন হতে পারে—এই আশঙ্কা থেকেই অনেকে এখনই পশু কিনে নিচ্ছেন।

গাবতলী হাটে গরু কিনতে আসা ক্রেতা মো. জাকারিয়া বলেন,
“বড় গরুর দাম অনেক বেশি। তাই বাজেট অনুযায়ী ছোট একটি গরু নিয়েছি। এখনো দাম সহনীয় আছে, পরে হয়তো বাড়তে পারে। তাই দেরি করিনি।”

অন্যদিকে বিক্রেতারাও বেশ সন্তুষ্ট আগাম বিক্রিতে। নরসিংদী থেকে গরু নিয়ে আসা বিক্রেতা আবদুল মালেক বলেন,
“ছোট গরুর দিকে ক্রেতাদের আগ্রহ বেশি। অনেকে এসে দরদাম না করেই নিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত বিক্রি ভালো হচ্ছে। আমরা আশা করছি শেষদিকে আরও চাহিদা বাড়বে।”

তবে হাটে ভিড় বাড়লেও এখনো অনেক হাটে পর্যাপ্ত নিরাপত্তা, কিংবা সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। ক্রেতারা বলছেন, স্বাস্থ্যবান পশু ও নিরাপদ হাট পরিবেশ নিশ্চিত হলে তারা আরও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন।

ঢাকার দুই সিটি কর্পোরেশনের আওতায় থাকা অস্থায়ী ও স্থায়ী হাটগুলোতেও পশু আসতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সজাগ নজরদারি রাখা হচ্ছে।

 

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা