ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অধিকার ফিরিয়ে না দিলে জনগণ ক্ষমা করবে না: ডা. জাহিদ হোসেন

  • প্রকাশঃ ১২:১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 20

আগামী নির্বাচনের জন্য রোডম্যাপ, বিচার ও রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা দ্রুত ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, “জনগণের অধিকার ফিরিয়ে দিতে না পারলে জনগণ ক্ষমা করবে না।”

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে বিএনপির জেলা শাখার বর্ধিত সভার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, “দেশে সুশাসনের জন্য একটি সাম্যের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ দরকার, যেখানে সকলের অধিকার নিশ্চিত হবে। কর্তৃত্ববাদী সরকার অতীতে জনগণের অধিকার হরণ করেছে, সেই অধিকার ফেরত দিতে হবে।”

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, জাতীয়তাবাদী দলের শক্তি দলের সমর্থক, তৃণমূলের কর্মীবাহিনী, সাধারণ মানুষ। ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিলো না, কিন্তু যখন দেশের মানুষ দেখলো ক্যু-র মাধ্যমে দেশের সার্ভভৌমত্ব ধংসের দ্বারপ্রান্তে তখন সিপাহী জনতা ঘুড়ে দাড়িয়েছিলো, শহীদ জিয়াকে বন্ধীদশা থেকে বের করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলো। অর্থাৎ বিএনপি হলো জনগণের ভালোবাসায় তিলে তিলে গড়ে ওঠা দল। বিএনপির জায়গা জনগণের মাঝে।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাড. আব্দুল হকের সঞ্চালনায় বর্ধিত সভায় এছাড়াও বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউস, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। এসময় মঞ্চে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল মঞ্চে উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সব সদস্য, ১৬ ইউনিট কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়করা উপস্থিত ছিলেন।

 

প্রতিবেদক:তুর্য দাস

শেয়ার করুন

অধিকার ফিরিয়ে না দিলে জনগণ ক্ষমা করবে না: ডা. জাহিদ হোসেন

প্রকাশঃ ১২:১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

আগামী নির্বাচনের জন্য রোডম্যাপ, বিচার ও রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা দ্রুত ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, “জনগণের অধিকার ফিরিয়ে দিতে না পারলে জনগণ ক্ষমা করবে না।”

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে বিএনপির জেলা শাখার বর্ধিত সভার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, “দেশে সুশাসনের জন্য একটি সাম্যের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ দরকার, যেখানে সকলের অধিকার নিশ্চিত হবে। কর্তৃত্ববাদী সরকার অতীতে জনগণের অধিকার হরণ করেছে, সেই অধিকার ফেরত দিতে হবে।”

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, জাতীয়তাবাদী দলের শক্তি দলের সমর্থক, তৃণমূলের কর্মীবাহিনী, সাধারণ মানুষ। ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিলো না, কিন্তু যখন দেশের মানুষ দেখলো ক্যু-র মাধ্যমে দেশের সার্ভভৌমত্ব ধংসের দ্বারপ্রান্তে তখন সিপাহী জনতা ঘুড়ে দাড়িয়েছিলো, শহীদ জিয়াকে বন্ধীদশা থেকে বের করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলো। অর্থাৎ বিএনপি হলো জনগণের ভালোবাসায় তিলে তিলে গড়ে ওঠা দল। বিএনপির জায়গা জনগণের মাঝে।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাড. আব্দুল হকের সঞ্চালনায় বর্ধিত সভায় এছাড়াও বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউস, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। এসময় মঞ্চে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল মঞ্চে উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সব সদস্য, ১৬ ইউনিট কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়করা উপস্থিত ছিলেন।

 

প্রতিবেদক:তুর্য দাস