ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জুরাইন আলমবাগে রোদের দিনেও জলাবদ্ধতা: নোংরা পানিতে বন্দি নগরজীবন

  • প্রকাশঃ ১২:৫৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 30

রাজধানীর জুরাইন আলমবাগ এলাকায় পানিবন্দি জীবনের বাস্তবচিত্র যেন প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে। আশ্চর্যজনকভাবে, প্রবল রোদের দিনেও এলাকাটির অলিগলি পানিতে থইথই করে। এই অস্বাভাবিক ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এখন নগরজীবনের জন্য এক বিশাল দুর্ভোগে পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ড্রেনেজ ব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি। ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না হওয়ায় এবং রাস্তাগুলোর উচ্চতা কম হওয়ায় সামান্য পানি জমলেই তা দীর্ঘ সময় ধরে সরে না গিয়ে জমে থাকে। এতে সৃষ্ট হচ্ছে দুর্গন্ধযুক্ত ও জীবাণুবাহী পানি, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি।


ছবি: প্রবীর দাশ । thedailystar


পানিতে নিমজ্জিত সড়ক ও গলিপথে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন স্কুলগামী শিশু, কর্মজীবী মানুষ ও বয়স্ক নাগরিকরা। অনেকে নোংরা পানি মাড়িয়ে কাজে যেতে বাধ্য হচ্ছেন। স্কুলপড়ুয়া শিশুরা প্রায়ই বৃষ্টির দিন ছাড়াই বাড়িতে বন্দি থাকতে বাধ্য হচ্ছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন বৃষ্টি তো হয়ই না, কিন্তু রোদে থাকা অবস্থাতেও রাস্তায় হাঁটা যায় না। পানির ওপরই চলতে হয়। শিশুরা স্কুলে যেতে পারে না, অসুস্থ মানুষ হাসপাতালে নিতে হলে ভয় লাগে। এতবার বলেছি, কেউ শোনে না।

এলাকাবাসীর দাবি, জনপ্রতিনিধিদের কাছে বারবার জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুর্ভোগ আরও প্রকট হচ্ছে। তারা একযোগে কয়েকটি দাবি তুলে ধরেছেন- জরুরি ভিত্তিতে ড্রেন পরিষ্কার, রাস্তার উচ্চতা ও অবকাঠামো উন্নয়ন, নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, কর্তৃপক্ষের现场 পরিদর্শন ও দ্রুত পদক্ষেপ।

জুরাইন আলমবাগের এই জলাবদ্ধতা এখন কেবল মৌসুমি সমস্যা নয়, এটি একটি দীর্ঘস্থায়ী জীবনযাত্রার সংকটে পরিণত হয়েছে। প্রতিদিন ঘুরপাক খাওয়া একটিই প্রশ্ন এই দুর্ভোগের শেষ কোথায়? এলাকাবাসীর দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে এই পরিস্থিতি ভয়াবহ জনস্বাস্থ্য সংকটে পরিণত হবে, যার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একদিন না একদিন নিতেই হবে।

প্রতিবেদক: সাফা মল্লিক

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জুরাইন আলমবাগে রোদের দিনেও জলাবদ্ধতা: নোংরা পানিতে বন্দি নগরজীবন

প্রকাশঃ ১২:৫৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

রাজধানীর জুরাইন আলমবাগ এলাকায় পানিবন্দি জীবনের বাস্তবচিত্র যেন প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে। আশ্চর্যজনকভাবে, প্রবল রোদের দিনেও এলাকাটির অলিগলি পানিতে থইথই করে। এই অস্বাভাবিক ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এখন নগরজীবনের জন্য এক বিশাল দুর্ভোগে পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ড্রেনেজ ব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি। ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না হওয়ায় এবং রাস্তাগুলোর উচ্চতা কম হওয়ায় সামান্য পানি জমলেই তা দীর্ঘ সময় ধরে সরে না গিয়ে জমে থাকে। এতে সৃষ্ট হচ্ছে দুর্গন্ধযুক্ত ও জীবাণুবাহী পানি, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি।


ছবি: প্রবীর দাশ । thedailystar


পানিতে নিমজ্জিত সড়ক ও গলিপথে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন স্কুলগামী শিশু, কর্মজীবী মানুষ ও বয়স্ক নাগরিকরা। অনেকে নোংরা পানি মাড়িয়ে কাজে যেতে বাধ্য হচ্ছেন। স্কুলপড়ুয়া শিশুরা প্রায়ই বৃষ্টির দিন ছাড়াই বাড়িতে বন্দি থাকতে বাধ্য হচ্ছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন বৃষ্টি তো হয়ই না, কিন্তু রোদে থাকা অবস্থাতেও রাস্তায় হাঁটা যায় না। পানির ওপরই চলতে হয়। শিশুরা স্কুলে যেতে পারে না, অসুস্থ মানুষ হাসপাতালে নিতে হলে ভয় লাগে। এতবার বলেছি, কেউ শোনে না।

এলাকাবাসীর দাবি, জনপ্রতিনিধিদের কাছে বারবার জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুর্ভোগ আরও প্রকট হচ্ছে। তারা একযোগে কয়েকটি দাবি তুলে ধরেছেন- জরুরি ভিত্তিতে ড্রেন পরিষ্কার, রাস্তার উচ্চতা ও অবকাঠামো উন্নয়ন, নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, কর্তৃপক্ষের现场 পরিদর্শন ও দ্রুত পদক্ষেপ।

জুরাইন আলমবাগের এই জলাবদ্ধতা এখন কেবল মৌসুমি সমস্যা নয়, এটি একটি দীর্ঘস্থায়ী জীবনযাত্রার সংকটে পরিণত হয়েছে। প্রতিদিন ঘুরপাক খাওয়া একটিই প্রশ্ন এই দুর্ভোগের শেষ কোথায়? এলাকাবাসীর দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে এই পরিস্থিতি ভয়াবহ জনস্বাস্থ্য সংকটে পরিণত হবে, যার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একদিন না একদিন নিতেই হবে।

প্রতিবেদক: সাফা মল্লিক

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”