গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ১৪৪ ফিলিস্তিনি

- প্রকাশঃ ০৩:৪৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / 56
গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও অন্তত ৫৬০ জন। বুধবার (১৮ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, গত এক দিনে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে ১৪৪ জন নিহত ফিলিস্তিনির মরদেহ আনা হয়েছে। নিহতদের মধ্যে চারজনের মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আহত অবস্থায় ৫৬০ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এদিকে, ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক সংস্থাগুলোর মানবিক সহায়তা কার্যক্রমেও বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানায়, ইসরায়েল জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে হাসপাতালগুলোর জন্য নির্ধারিত জ্বালানি সংরক্ষণস্থলগুলোতে প্রবেশ করতে দিচ্ছে না। ইসরায়েলের দাবি, এসব সংরক্ষণস্থল ‘রেড জোন’ এলাকায় অবস্থিত।
এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করে স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে, “বর্তমানে গাজার হাসপাতালগুলোর হাতে থাকা জ্বালানি মজুত মাত্র তিন দিনের জন্য যথেষ্ট। জরুরি সহায়তা না এলে চিকিৎসাসেবা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।”
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৫৫ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ২৬ হাজারেরও বেশি মানুষ। এছাড়া, হাজার হাজার ফিলিস্তিনি এখনো নিখোঁজ রয়েছেন, যাদের অধিকাংশের জীবিত থাকার সম্ভাবনা নেই বলেই ধারণা করা হচ্ছে।
গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় দিন দিন আরও চরম আকার ধারণ করছে, যেখানে একদিকে লাগাতার বোমাবর্ষণ, অন্যদিকে চিকিৎসা, খাদ্য ও জ্বালানির সংকট—সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন ক্রমেই দুঃসহ হয়ে উঠছে।
সূত্র: গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়