আসন্ন হামলার সতর্কবার্তা সম্প্রচারে
ইসরায়েলিদের হাইফা খালি করতে বলল ইরান

- প্রকাশঃ ০৮:০১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / 160
ইসরায়েলের ওপর ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্রের অস্বাভাবিক গতিপ্রকৃতি । ছবি: সংগৃহীত
ইসরায়েলের হাইফা শহরের বাসিন্দাদের উদ্দেশ্যে সরাসরি সতর্কবার্তা জারি করেছে ইরান। বুধবার (১৮ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় হাইফার বাসিন্দাদের দ্রুত শহরটি খালি করে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানায়, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারে হিব্রু ভাষায় লেখা একটি মানচিত্র প্রদর্শন করে বলা হয়, “অনুগ্রহ করে উল্লিখিত এলাকা থেকে অবিলম্বে সরে যান। পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এই এলাকায় অভিযান চালাবে।”
এই ঘোষণাকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা হিসেবে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রচারে হাইফা শহরকে “ঝুঁকিপূর্ণ এলাকা” হিসেবে উপস্থাপন করা হয়।
এর আগে, ইরানের বিভিন্ন গণমাধ্যম দাবি করে, তেহরানের ছোড়া নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অর্থনৈতিক ও প্রযুক্তি কেন্দ্র তেল আবিবে আঘাত হেনেছে। ইরানি বার্তা সংস্থা মেহর নিউজ এই তথ্য জানায় ইসরায়েলি সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে।
এছাড়াও লেবাননভিত্তিক আল মায়াদিন এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান “অধিকৃত ফিলিস্তিনে” প্রতিশোধমূলক হামলা শুরু করেছে।
সম্প্রতি সিরিয়ায় ইরানের ঘাঁটিতে ইসরায়েলি হামলায় একাধিক সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধাবস্থার আশঙ্কা ক্রমেই বাড়ছে বলে মত আন্তর্জাতিক কূটনৈতিক মহলের।