ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

৭৩ ধাপ এগিয়ে থাকা মায়ানমারকে ২-১ গোলে হারালো বাংলাদেশের মেয়েরা

হেলালুজ্জামান
  • প্রকাশঃ ০৮:৪০:২৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 5

ছবি: সংগৃহীত

ইয়াংগুনের থুওন্না স্টেডিয়ামে বুধবার এক ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দল। ফিফা র‌্যাংকিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মায়ানমারকে ২-১ গোলে হারিয়ে লাল-সবুজের মেয়েরা পৌঁছে গেছে এএফসি মহিলা এশিয়ান কাপে খেলার দ্বারপ্রান্তে।

বাংলাদেশের জয়ের নায়িকা রাঙামাটির প্রতিভাবান ফুটবলার রিতুপর্ণা চাকমা। ম্যাচের ১৯তম মিনিটে নিজের নেওয়া ফ্রি-কিকের ফিরতি বল ধরে প্রথম গোলটি করেন তিনি। দ্বিতীয়ার্ধের ৭২তম মিনিটে বাঁ প্রান্ত থেকে নেওয়া দারুণ বাঁ-পায়ের শটে করেন দলের দ্বিতীয় ও জয়সূচক গোলটি।

ম্যাচের ৮৯তম মিনিটে মায়ানমার একটি গোল শোধ করলেও, বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়তার সঙ্গে শেষ সময়টুকু সামলে রেখে জয় নিশ্চিত করে।

এই জয়ে গ্রুপ ‘সি’-এর দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। আগামী শনিবার গ্রুপের সবচেয়ে দুর্বল দল তুর্কমেনিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ড্র করলেই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো এএফসি মহিলা এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

উল্লেখযোগ্য যে, গত দুই দশকে কোনো দক্ষিণ এশীয় নারী ফুটবল দল এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পায়নি। লাল-সবুজের মেয়েরা সেই দীর্ঘ শূন্যতা ঘোচাতে যাচ্ছে।

জাতীয় দলের অন্যতম ফুটবলার সানজিদা আক্তার বলেন, আমরা এশিয়ায় খেলবো; বহু বছরের স্বপ্ন এখন প্রায় বাস্তব। মায়ানমারকে হারানো গর্বের। সামনে দিনগুলোও হবে গৌরবান্বিত, ইনশাআল্লাহ। বাংলাদেশের সামনে এখন শুধু একটি ধাপ তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় বা ড্র যা পূরণ হলেই নারী ফুটবলের নতুন ইতিহাস লেখা হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

৭৩ ধাপ এগিয়ে থাকা মায়ানমারকে ২-১ গোলে হারালো বাংলাদেশের মেয়েরা

প্রকাশঃ ০৮:৪০:২৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

ছবি: সংগৃহীত

ইয়াংগুনের থুওন্না স্টেডিয়ামে বুধবার এক ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দল। ফিফা র‌্যাংকিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মায়ানমারকে ২-১ গোলে হারিয়ে লাল-সবুজের মেয়েরা পৌঁছে গেছে এএফসি মহিলা এশিয়ান কাপে খেলার দ্বারপ্রান্তে।

বাংলাদেশের জয়ের নায়িকা রাঙামাটির প্রতিভাবান ফুটবলার রিতুপর্ণা চাকমা। ম্যাচের ১৯তম মিনিটে নিজের নেওয়া ফ্রি-কিকের ফিরতি বল ধরে প্রথম গোলটি করেন তিনি। দ্বিতীয়ার্ধের ৭২তম মিনিটে বাঁ প্রান্ত থেকে নেওয়া দারুণ বাঁ-পায়ের শটে করেন দলের দ্বিতীয় ও জয়সূচক গোলটি।

ম্যাচের ৮৯তম মিনিটে মায়ানমার একটি গোল শোধ করলেও, বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়তার সঙ্গে শেষ সময়টুকু সামলে রেখে জয় নিশ্চিত করে।

এই জয়ে গ্রুপ ‘সি’-এর দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। আগামী শনিবার গ্রুপের সবচেয়ে দুর্বল দল তুর্কমেনিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ড্র করলেই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো এএফসি মহিলা এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

উল্লেখযোগ্য যে, গত দুই দশকে কোনো দক্ষিণ এশীয় নারী ফুটবল দল এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পায়নি। লাল-সবুজের মেয়েরা সেই দীর্ঘ শূন্যতা ঘোচাতে যাচ্ছে।

জাতীয় দলের অন্যতম ফুটবলার সানজিদা আক্তার বলেন, আমরা এশিয়ায় খেলবো; বহু বছরের স্বপ্ন এখন প্রায় বাস্তব। মায়ানমারকে হারানো গর্বের। সামনে দিনগুলোও হবে গৌরবান্বিত, ইনশাআল্লাহ। বাংলাদেশের সামনে এখন শুধু একটি ধাপ তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় বা ড্র যা পূরণ হলেই নারী ফুটবলের নতুন ইতিহাস লেখা হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”