শাহাদাত হোসেন ওরফে বুলবুল (২০) । ছবি: সংগৃহীত
রাজশাহীতে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে সিএনজিতে তুলে নিয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে শাহাদাত হোসেন ওরফে বুলবুল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
সোমবার (৩০ জুন) রাতে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার আলুপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব সূত্রে জানা যায়, বুলবুল পূর্ব থেকে ওই স্কুলছাত্রীকে নানা ভয়ভীতি ও বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিল। গত ২৫ জুন স্কুলে যাওয়ার পথে চারঘাট থানার মেরামতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে জোরপূর্বক অজ্ঞাত সিএনজিতে তুলে নিয়ে রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকায় তার ভাড়াটিয়া বাসায় নিয়ে যায়।
পরবর্তীতে বোয়ালিয়া থানা পুলিশের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করা হয়। পরিবারের কাছে জানা যায়, বিয়ের প্রলোভন ও হুমকি দেখিয়ে বুলবুল ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর ভিকটিমের পরিবার চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/৯(১) ধারায় মামলা দায়ের করে (মামলা নং-২০, তারিখ ২৬/০৬/২৫)। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
র্যাব-৫ এর একটি বিশেষ দল আসামি বুলবুলকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি সে স্বীকার করেছে বলে র্যাব জানায়। গ্রেপ্তারকৃত আসামিকে চারঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।