ঢাকাসহ চার বিভাগে আজও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ফেনীতে আকস্মিক বন্যা

- প্রকাশঃ ০৪:৫৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / 6
ঢাকাসহ চার বিভাগে বৃষ্টি অব্যাহত থাকতে পারে । ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন এলাকায় টানা দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে এবং এ প্রবণতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার (৯ জুলাই) সকাল ৯টার বুলেটিনে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় আগামী ২৪ ঘণ্টায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
এ ছাড়া রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুরের অনেক এলাকায়ও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে — ৩৯৯ মিলিমিটার। এর ফলে মুহুরি ও সেলোনিয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
ফেনীতে ভারী বৃষ্টিপাতে নদীর পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে । ছবি: সংগৃহীত
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বুধবার সকাল ৮টায় দেওয়া সতর্কবার্তায় বলা হয়, মুহুরি ও সেলোনিয়া নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। ফলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান আজ বেলা ১১টার দিকে বিবিসি বাংলাকে বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে আগামী ৪৮ ঘণ্টা পরে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন ধরেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।