বৃষ্টির দিনে দ্বিগুণ রিকশাভাড়া, ভোগান্তিতে বগুড়াবাসী

- প্রকাশঃ ১০:৫৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / 8
বৃষ্টি নামলেই বগুড়ার রাস্তায় যেন শুরু হয় ভাড়ার নতুন খেলা। শহরের প্রধান প্রধান সড়কে বৃষ্টির দিনে রিকশাভাড়া এক লাফে দ্বিগুণ হয়ে যাচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের।
শহরের বিভিন্ন এলাকায় এক থেকে দেড় কিলোমিটার যাতায়াতে স্বাভাবিক দিনে যেখানে রিকশাভাড়া ৩০ থেকে ৪০ টাকা, বর্ষার দিনে তা গিয়ে ঠেকছে ৬০ থেকে ১০০ টাকায়।
শুধু অফিসগামী নয়, সবচেয়ে বিপাকে পড়ছে স্কুলগামী শিক্ষার্থী আর তাদের অভিভাবকরা। বৃষ্টি, জলাবদ্ধ রাস্তা আর কাদার কারণে হেঁটে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। তখন নির্ভর করতে হয় রিকশার ওপরই।
শহরের এক স্কুলশিক্ষক বলেন, “প্রতিদিন ৩০–৪০ টাকায় রিকশায় যাই। কিন্তু বৃষ্টি হলে ভাড়া এক লাফে দ্বিগুণ হয়। কখনো ৮০, কখনো ১০০ টাকা দিতে হয়। রিকশা না পেলে বাচ্চাদের স্কুলে পৌঁছানোই মুশকিল।”
রিকশাচালক স্বপন মিয়া বলেন, “বৃষ্টির দিনে অনেকে রিকশা বের করে না। যারা বের হয়, তারা ভিজে ভিজে চালায়। জ্বর–ঠান্ডা লেগেই থাকে। তাই একটু ভাড়া বেশি চাইতেই হয়।”
শহরের রিকশাচালকদের জন্য কোনো নির্দিষ্ট ভাড়ার তালিকা নেই। ফলে ইচ্ছেমতো ভাড়া দাবি করছেন চালকরা। এতে বেশি বিপাকে পড়ছেন নিম্ন আয়ের যাত্রীরা।
ভুক্তভোগীরা বলছেন, রিকশাভাড়া নির্ধারণে প্রশাসনের নজরদারি থাকলে এ ধরনের হয়রানি কমানো সম্ভব।