ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পুরান ঢাকায় ব্যবসায়ীকে খুন করে লাশের ওপর নৃত্য, জনমনে বিভীষিকা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:২৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • / 9

পুরান ঢাকায় ব্যবসায়ীকে খুন ছবি: সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নেওয়া


রাজধানীর পুরান ঢাকায় প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন করে তাঁর লাশের ওপর দাঁড়িয়ে নৃত্য করেছে হামলাকারীরা এমন বিভীষিকাময় ও অমানবিক ঘটনায় আবারও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) ৩ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. সোহাগ (৪০)। তিনি ভাঙারি পণ্যের ব্যবসায়ী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বরিশালে হলেও তিনি থাকতেন ঢাকার কেরানীগঞ্জে।

কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙারি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে টিটু, মনির, অপু দাস, মঈনসহ আরও কয়েকজন সোহাগের ওপর হামলা চালায়। এক পর্যায়ে সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হত্যার পর হামলাকারীরা লাশের ওপর দাঁড়িয়ে নৃত্য করে চরম অমানবিকতার পরিচয় দেয়। ঘটনাস্থলে উপস্থিত কারও সাহস হয়নি বাধা দেওয়ার।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এম এন নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রক্তাক্ত লাশের ওপর যা ঘটেছে, তা অভাবনীয়। এমন আচরণ চিন্তার বাইরে। পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই একজনকে আটক করা হয়েছে। বাকি হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ধরনের নির্মমতা নগরবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সামাজিক নৈতিকতার অবক্ষয় আর আইনশৃঙ্খলার চরম শৈথিল্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। সচেতন মহল দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

পুরান ঢাকায় ব্যবসায়ীকে খুন করে লাশের ওপর নৃত্য, জনমনে বিভীষিকা

প্রকাশঃ ০৫:২৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

পুরান ঢাকায় ব্যবসায়ীকে খুন ছবি: সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নেওয়া


রাজধানীর পুরান ঢাকায় প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন করে তাঁর লাশের ওপর দাঁড়িয়ে নৃত্য করেছে হামলাকারীরা এমন বিভীষিকাময় ও অমানবিক ঘটনায় আবারও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) ৩ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. সোহাগ (৪০)। তিনি ভাঙারি পণ্যের ব্যবসায়ী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বরিশালে হলেও তিনি থাকতেন ঢাকার কেরানীগঞ্জে।

কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙারি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে টিটু, মনির, অপু দাস, মঈনসহ আরও কয়েকজন সোহাগের ওপর হামলা চালায়। এক পর্যায়ে সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হত্যার পর হামলাকারীরা লাশের ওপর দাঁড়িয়ে নৃত্য করে চরম অমানবিকতার পরিচয় দেয়। ঘটনাস্থলে উপস্থিত কারও সাহস হয়নি বাধা দেওয়ার।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এম এন নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রক্তাক্ত লাশের ওপর যা ঘটেছে, তা অভাবনীয়। এমন আচরণ চিন্তার বাইরে। পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই একজনকে আটক করা হয়েছে। বাকি হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ধরনের নির্মমতা নগরবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সামাজিক নৈতিকতার অবক্ষয় আর আইনশৃঙ্খলার চরম শৈথিল্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। সচেতন মহল দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”