সোহাগ হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ, শাস্তি নিশ্চিতের আহ্বান

- প্রকাশঃ ০১:১৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 5
ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল। শুক্রবার (১১ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদল নেতারা হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
ছাত্রদল নেতারা বলেন, এই সরকারের অধীনে সাধারণ শিক্ষার্থীসহ দেশের মানুষ নিরাপত্তা নিয়ে যে আশা দেখেছিল, তা আজকের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে চুরমার হয়ে গেছে।
তারা আরও বলেন, গত চার মাসে শুধু রাজধানী ঢাকাতেই সোহাগ হত্যাকাণ্ডসহ ১৩৬টি হত্যাকাণ্ড ঘটেছে। সারা বাংলাদেশে এই সময়ে ১,২৭৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা প্রমাণ করে সরকার মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ।
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সোহাগ হত্যার দ্রুত বিচার না হলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থী ও জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনে নামবে।