ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কারা, কেন তিন আসামিকে বাদ? মিটফোর্ড হত্যা নিয়ে প্রশ্ন তুলল: যুবদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 11

শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ছবি: সংগৃহীত  


রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার মামলায় পরিবারের দেওয়া তিন আসামির নাম বাদ দিয়ে নতুন তিনজনকে অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী যুবদল। আজ শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

তিনি বলেন, আমরা জানতে চাই, কারা এবং কেন পরিবার প্রদত্ত তিন আসামিকে বাদ দিয়ে নতুন তিনজনকে এজাহারে ঢোকানো হলো? ঘটনার ৬০ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও হত্যাকারীদের সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও মূল হামলাকারীরা কেন এখনো গ্রেপ্তার হয়নি, তা এক রহস্য।

লাল চাঁদের পরিবারের বরাত দিয়ে যুবদল সভাপতি জানান, এজাহারে পরিবারের দেওয়া নামের মধ্যে থেকে তিনজনের নাম বাদ দিয়ে অন্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজে যারা সরাসরি লাল চাঁদের ওপর প্রাণঘাতী আঘাত করেছে, তাদের বাদ দিয়ে নতুন নাম ঢোকানো বোধগম্য নয়, বলেন মুন্না।


আরও পড়ুন

পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা সিসিটিভি ফুটেজ দেখে ৪ জন গ্রেপ্তার


তিনি আরও বলেন, আমরা দায় অস্বীকার করছি না। ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকালই পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। গত এক বছরে হাজারো নেতা-কর্মীকে বহিষ্কার করেছি। কিন্তু প্রশাসন কি যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছে?

আবদুল মোনায়েম মুন্না দাবি করেন, দেশে আইনশৃঙ্খলার অবনতির সুযোগে একটি বিশেষ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিরুদ্ধে সিলেকটিভ প্রতিবাদ আর কুরুচিপূর্ণ বক্তব্য ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, গতকাল খুলনায় বহিষ্কৃত যুবদল নেতাকে রগ কেটে হত্যা করা হয়েছে। চাঁদপুরে এক ইমামের ওপর হামলা হয়েছে। কিন্তু এসব নিয়ে কোনো প্রতিবাদ হচ্ছে না। রগ কেটে হত্যা একটি বিশেষ সংগঠনের দীর্ঘ দিনের সহিংস চর্চার অংশ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান প্রমুখ।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

কারা, কেন তিন আসামিকে বাদ? মিটফোর্ড হত্যা নিয়ে প্রশ্ন তুলল: যুবদল সভাপতি

প্রকাশঃ ০৩:০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ছবি: সংগৃহীত  


রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার মামলায় পরিবারের দেওয়া তিন আসামির নাম বাদ দিয়ে নতুন তিনজনকে অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী যুবদল। আজ শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

তিনি বলেন, আমরা জানতে চাই, কারা এবং কেন পরিবার প্রদত্ত তিন আসামিকে বাদ দিয়ে নতুন তিনজনকে এজাহারে ঢোকানো হলো? ঘটনার ৬০ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও হত্যাকারীদের সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও মূল হামলাকারীরা কেন এখনো গ্রেপ্তার হয়নি, তা এক রহস্য।

লাল চাঁদের পরিবারের বরাত দিয়ে যুবদল সভাপতি জানান, এজাহারে পরিবারের দেওয়া নামের মধ্যে থেকে তিনজনের নাম বাদ দিয়ে অন্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজে যারা সরাসরি লাল চাঁদের ওপর প্রাণঘাতী আঘাত করেছে, তাদের বাদ দিয়ে নতুন নাম ঢোকানো বোধগম্য নয়, বলেন মুন্না।


আরও পড়ুন

পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা সিসিটিভি ফুটেজ দেখে ৪ জন গ্রেপ্তার


তিনি আরও বলেন, আমরা দায় অস্বীকার করছি না। ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকালই পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। গত এক বছরে হাজারো নেতা-কর্মীকে বহিষ্কার করেছি। কিন্তু প্রশাসন কি যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছে?

আবদুল মোনায়েম মুন্না দাবি করেন, দেশে আইনশৃঙ্খলার অবনতির সুযোগে একটি বিশেষ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিরুদ্ধে সিলেকটিভ প্রতিবাদ আর কুরুচিপূর্ণ বক্তব্য ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, গতকাল খুলনায় বহিষ্কৃত যুবদল নেতাকে রগ কেটে হত্যা করা হয়েছে। চাঁদপুরে এক ইমামের ওপর হামলা হয়েছে। কিন্তু এসব নিয়ে কোনো প্রতিবাদ হচ্ছে না। রগ কেটে হত্যা একটি বিশেষ সংগঠনের দীর্ঘ দিনের সহিংস চর্চার অংশ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান প্রমুখ।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”