বিএসএফের গুলিতে আবারও প্রাণ গেল দুই বাংলাদেশির, সীমান্তজুড়ে উত্তেজনা

- প্রকাশঃ ০৩:৩২:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 6
ছবি: সংগৃহীত
দেশের দুই সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এবং শনিবার (১২ জুলাই) ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভাঙারপাড় এলাকায় নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি স্থানীয় বাসিন্দা। বিজিবি-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, শফিকুলসহ ১০-১২ জন বাংলাদেশি অবৈধভাবে গরু আনতে ভারতের ৫০০ গজ ভেতরে প্রবেশ করেছিলেন। ফেরার পথে বিএসএফের বাধার মুখে পড়ে উভয়পক্ষে ইট-পাটকেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর বিএসএফ গুলি চালায়। শফিকুল গুলিতে গুরুতর আহত হয়ে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটায় মারা যান।
অন্যদিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্ত এলাকায় ভোর চারটায় বিএসএফের গুলিতে নিহত হন মো. রাসেল (২০)। তিনি হরিপুরের রাজবাড়ী এলাকার নিয়াজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলসহ কয়েকজন ভারতীয় সীমানার কাঁটাতারের বেড়ার কাছে গেলে বিএসএফ গুলি চালায়। রাসেল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে বিএসএফের সদস্যরা তাঁর মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায়।
রাসেলের বাবা নিয়াজ উদ্দিন বলেন, রাসেল টুকটাক কাজ করত। দুই দিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। কেউ হয়তো টাকার লোভ দেখিয়ে ওকে সীমান্তে নিয়ে গেছে।
দিনাজপুর বিজিবি-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান বলেন, এ ঘটনায় বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে। বিএসএফ নিশ্চিত না করা পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না।
হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল বলেন, বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার খবর পেয়েছেন, তবে বিস্তারিত জানতে পারেননি। সীমান্ত হত্যা বন্ধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ ও সমন্বয় জোরদার করার দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মীরা।