ব্যবসায়ী লাল চাঁদ হত্যায় জড়িত সবাই গ্রেপ্তার: স্বরাষ্ট্র উপদেষ্টা

- প্রকাশঃ ০৩:৫১:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 9
ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে | স্থান: মিল ব্যারাক, ঢাকা
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনায় জড়িত সকল আসামিকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শনিবার (১১ জুলাই) দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইনস, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) এবং ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘শুধু মিটফোর্ড নয়, সারা দেশে যেকোনো অপরাধের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। তবে মিটফোর্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং সভ্য সমাজে এমন কিছু আমরা কখনোই আশা করি না।’
তিনি জানান, ‘ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে র্যাব অস্ত্রসহ আরও দুজনকে আটক করেছে। গতকাল রাতেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ মোট পাঁচজন আসামি গ্রেপ্তার হয়েছে।’
আরও পড়ুন
কারা, কেন তিন আসামিকে বাদ? মিটফোর্ড হত্যা নিয়ে প্রশ্ন তুলল: যুবদল সভাপতি
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দেশবাসীকে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে আহ্বান জানান। তিনি বলেন, ‘যেকোনো অনিয়ম বা অপরাধের বিষয়ে পুলিশ ও অন্যান্য বাহিনী দ্রুত পদক্ষেপ নিচ্ছে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা জরুরি।’
প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে প্রকাশ্যে লাল চাঁদকে পিটিয়ে, ইট-পাথরের আঘাতে থেঁতলে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হত্যার পর লাশের ওপর উঠে লাফানোসহ নৃশংসতা চালানো হয়েছে।
ব্রিফিংকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, এসবিপ্রধান অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।