মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

- প্রকাশঃ ০৪:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 6
রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ । ছবি: প্রজন্ম কথা
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি রাজশাহী কলেজ সড়ক হয়ে আলুপট্টি মোড় ঘুরে পুনরায় জিরো পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা খুন ও চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। স্লোগানগুলোতে উঠে আসে, ‘আমার সোনার বাংলায়, খুনিদের ঠাঁই নাই’, ‘এক দুই তিন চার, চাঁদাবাজ দেশ ছাড়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?’, ‘নৌকা আর ধানের শীষ দুই সাপের এক বিষ’, ‘আমার ভাইয়ের রক্ত লাল, যুবদল কোন চ্যাটের বাল’, ‘লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে’ প্রভৃতি।
সমাবেশে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে ফ্যাসিবাদী আচরণ ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে। তাঁরা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের চেতনা এখনো বেঁচে আছে। জনগণের রক্তের দামে কেনা এই চেতনাকে সামনে রেখে অন্যায়, দখলদারি ও হত্যার রাজনীতি রুখে দেওয়া হবে।’
বক্তারা আরও বলেন, ‘দেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া যাবে না। মিটফোর্ডে যে হত্যাকাণ্ড হয়েছে, তা এরই বড় প্রমাণ। এখন সময় এসেছে অন্যায়ের বিরুদ্ধে আরও শক্তভাবে রুখে দাঁড়ানোর।’ সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন খালেদ হাসান মিলু, নাহিদ ইসলাম সাজু, সালমা সুলতানা, মায়া, আঞ্জুমানারা আরসি প্রমুখ।