ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নিজের কামাই নিজে খাই— বলে পদত্যাগ বাঙলা কলেজ ছাত্রদল নেতার

তন্ময় আহমেদ
  • প্রকাশঃ ১১:২৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 5

‘নিজের কামাই নিজে করে খাই। তোদের মতো কতিপয় জাওরার কারণে নিজের বাবা-মাকে গালি শুনে গুনাহ কামাতে চাই না। রাজনীতির মাইরে বাপ।’ এ ধরনের কড়া ভাষায় ক্ষোভ উগরে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে পদত্যাগ করেছেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও প্রিন্সিপাল আবুল কাশেম হল শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি রাসেল মিয়া।

শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি নিজেই পদত্যাগের ঘোষণা দেন। রাসেল মিয়া লিখেছেন, ‘আমি নিজের পরিশ্রমের ফল নিজের মতো করে খেতে চাই। তোদের মতো কিছু সুবিধাভোগী নেতার কারণে বাবা-মায়ের মুখে গালি শুনে আর গুনাহ কামাতে চাই না। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে নিজেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিলাম।’

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে রাসেল মিয়া গণমাধ্যমকে বলেন, ‘যে আদর্শ আর নীতি বুকে ধারণ করে ছাত্রদলে যোগ দিয়েছিলাম, সেই পথে চলতে গিয়ে ফ্যাসিস্ট হাসিনার আমলে বহুবার নির্যাতনের শিকার হয়েছি, মজলুম হিসেবে পরিচিত ছিলাম। অথচ আজ কিছু দুষ্কৃতিকারীর কারণে প্রিয় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। জনসম্মুখে যখন এসব অপকর্মের দায় নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়, তখন কোনো জবাব থাকে না।’

তিনি আরও বলেন, ‘ছাত্রদল করার কারণে আমার শিক্ষাজীবনের একটি বছর ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ একজন ত্যাগী কর্মী হিসেবে কোনো স্বীকৃতি বা মূল্যায়ন পাইনি।’

এ বিষয়ে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান বলেন, ‘রাসেল মিয়া দীর্ঘদিন ধরে সাংগঠনিক কোনো কর্মসূচিতে ছিলেন না। পদত্যাগ entirely তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

তাঁর পদত্যাগের খবরে ক্যাম্পাসজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে একে ‘সাহসী পদক্ষেপ’ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

নিজের কামাই নিজে খাই— বলে পদত্যাগ বাঙলা কলেজ ছাত্রদল নেতার

প্রকাশঃ ১১:২৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

‘নিজের কামাই নিজে করে খাই। তোদের মতো কতিপয় জাওরার কারণে নিজের বাবা-মাকে গালি শুনে গুনাহ কামাতে চাই না। রাজনীতির মাইরে বাপ।’ এ ধরনের কড়া ভাষায় ক্ষোভ উগরে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে পদত্যাগ করেছেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও প্রিন্সিপাল আবুল কাশেম হল শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি রাসেল মিয়া।

শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি নিজেই পদত্যাগের ঘোষণা দেন। রাসেল মিয়া লিখেছেন, ‘আমি নিজের পরিশ্রমের ফল নিজের মতো করে খেতে চাই। তোদের মতো কিছু সুবিধাভোগী নেতার কারণে বাবা-মায়ের মুখে গালি শুনে আর গুনাহ কামাতে চাই না। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে নিজেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিলাম।’

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে রাসেল মিয়া গণমাধ্যমকে বলেন, ‘যে আদর্শ আর নীতি বুকে ধারণ করে ছাত্রদলে যোগ দিয়েছিলাম, সেই পথে চলতে গিয়ে ফ্যাসিস্ট হাসিনার আমলে বহুবার নির্যাতনের শিকার হয়েছি, মজলুম হিসেবে পরিচিত ছিলাম। অথচ আজ কিছু দুষ্কৃতিকারীর কারণে প্রিয় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। জনসম্মুখে যখন এসব অপকর্মের দায় নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়, তখন কোনো জবাব থাকে না।’

তিনি আরও বলেন, ‘ছাত্রদল করার কারণে আমার শিক্ষাজীবনের একটি বছর ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ একজন ত্যাগী কর্মী হিসেবে কোনো স্বীকৃতি বা মূল্যায়ন পাইনি।’

এ বিষয়ে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান বলেন, ‘রাসেল মিয়া দীর্ঘদিন ধরে সাংগঠনিক কোনো কর্মসূচিতে ছিলেন না। পদত্যাগ entirely তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

তাঁর পদত্যাগের খবরে ক্যাম্পাসজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে একে ‘সাহসী পদক্ষেপ’ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”