বগুড়ায় জামায়াতের ৭ দফা দাবিতে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ

- প্রকাশঃ ০৩:৩২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / 12
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়ন ও আগামী ১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বগুড়ায় প্রচার মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বগুড়া শহর শাখা।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে বগুড়া শহরের মাটিডালি বিমান মোড় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।
মিছিলে অংশ নেন বগুড়া শহর জামায়াতের কর্ম পরিষদের সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি মো. আজগর আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার সহ-সাধারণ সম্পাদক এজাজ আহমেদ আসলাম, ১৬ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মো. রেজাউল করিম রেজা, ১৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আব্দুর রউফ পারভেজ, ১৮ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ইব্রাহিম হোসেন, শহর কল্যাণের সাংগঠনিক সম্পাদক নূর আলম, শ্রমিক নেতা প্রভাষক জিয়াউর রহমান, শহর যুব জামায়াতের কার্যকরী সদস্য প্রভাষক মোকাম্মেল হক, আতিকুল ইসলাম লয়া, আবু তালহা সেলিম, ১৯ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আজিজুল হক, রাসেল জিলাদার আলমাস, শফিকুল ইসলাম, নূর মোহাম্মদ, মানিক, আব্দুল কাদের, রানা, জিহাদ, আব্দুল হাকিম, হাফিজুর রহমান, মিজানুর রহমান, সালমান ফারসি সাম্মু, জাকারিয়া ইসলাম, মো. আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।
মিছিলে ‘চলো চলো ঢাকা চলো’ স্লোগানে নেতাকর্মীরা আগামী জাতীয় সমাবেশকে সফল করতে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা সরকারের প্রতি শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার অনুরোধ জানান এবং জাতীয় সমাবেশে সর্বস্তরের শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে আহ্বান জানান।