ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে কারফিউ চলাকালে অভিযানে আটক ৪৫

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৪:৫৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / 4

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনায় গোপালগঞ্জে চলমান কারফিউর মধ্যে যৌথ বাহিনীর অভিযানে ৪৫ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান জানান, আটক ব্যক্তিদের থানায় রাখা হয়েছে। এর মধ্যে ২০ জনকে গতকাল রাতে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।

ওসি আরও জানান, উলপুরের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা নেওয়ার প্রস্তুতি চলছে। মামলায় ছাত্রলীগের জেলা কমিটির শীর্ষ নেতাদের নামসহ ৭৫ জনকে আসামি করা হবে।

এদিকে সংঘর্ষে পাঁচজন নিহত ও অন্তত ৫০ জন আহত হওয়ার পর বুধবার রাতে গোপালগঞ্জে কারফিউ জারি করে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় শুক্রবার কারফিউ আংশিক শিথিল করা হয়।

শেয়ার করুন

গোপালগঞ্জে কারফিউ চলাকালে অভিযানে আটক ৪৫

প্রকাশঃ ০৪:৫৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনায় গোপালগঞ্জে চলমান কারফিউর মধ্যে যৌথ বাহিনীর অভিযানে ৪৫ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান জানান, আটক ব্যক্তিদের থানায় রাখা হয়েছে। এর মধ্যে ২০ জনকে গতকাল রাতে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।

ওসি আরও জানান, উলপুরের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা নেওয়ার প্রস্তুতি চলছে। মামলায় ছাত্রলীগের জেলা কমিটির শীর্ষ নেতাদের নামসহ ৭৫ জনকে আসামি করা হবে।

এদিকে সংঘর্ষে পাঁচজন নিহত ও অন্তত ৫০ জন আহত হওয়ার পর বুধবার রাতে গোপালগঞ্জে কারফিউ জারি করে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় শুক্রবার কারফিউ আংশিক শিথিল করা হয়।