ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে কারফিউ শিথিল, সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১২:২০:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 6

ফাইল ছবি


গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রেক্ষাপটে জারি করা কারফিউ ১৪ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই শিথিলতা কার্যকর থাকবে।

শুক্রবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জেলার সার্বিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরে কারফিউ নিয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

এর আগে বুধবার (১৭ জুলাই) এনসিপির ঘোষিত সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সহিংসতা চরমে পৌঁছালে প্রথমে ১৪৪ ধারা জারি করা হয়, পরে সন্ধ্যা ৬টা থেকে কারফিউ কার্যকর করে জেলা প্রশাসন।

পরদিন বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে কারফিউর মেয়াদ বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়। ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ সাময়িক শিথিল করা হয়।

সর্বশেষ শুক্রবার রাতে কারফিউর দ্বিতীয় দফা শিথিলের ঘোষণা দিয়ে শনিবার রাত ৮টা পর্যন্ত চলাচলের অনুমতি দেওয়া হয়।

উল্লেখ্য, এনসিপির সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মধ্যে সহিংসতার ঘটনায় এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। পরিস্থিতি এখনও থমথমে থাকলেও নিরাপত্তা নিশ্চিত করতে শহরজুড়ে পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ টহল অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের অহেতুক বাইরে না বের হওয়ার এবং দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

গোপালগঞ্জে কারফিউ শিথিল, সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত

প্রকাশঃ ১২:২০:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

ফাইল ছবি


গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রেক্ষাপটে জারি করা কারফিউ ১৪ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই শিথিলতা কার্যকর থাকবে।

শুক্রবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জেলার সার্বিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরে কারফিউ নিয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

এর আগে বুধবার (১৭ জুলাই) এনসিপির ঘোষিত সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সহিংসতা চরমে পৌঁছালে প্রথমে ১৪৪ ধারা জারি করা হয়, পরে সন্ধ্যা ৬টা থেকে কারফিউ কার্যকর করে জেলা প্রশাসন।

পরদিন বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে কারফিউর মেয়াদ বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়। ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ সাময়িক শিথিল করা হয়।

সর্বশেষ শুক্রবার রাতে কারফিউর দ্বিতীয় দফা শিথিলের ঘোষণা দিয়ে শনিবার রাত ৮টা পর্যন্ত চলাচলের অনুমতি দেওয়া হয়।

উল্লেখ্য, এনসিপির সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মধ্যে সহিংসতার ঘটনায় এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। পরিস্থিতি এখনও থমথমে থাকলেও নিরাপত্তা নিশ্চিত করতে শহরজুড়ে পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ টহল অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের অহেতুক বাইরে না বের হওয়ার এবং দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”