জামায়াতের সমাবেশে নিরাপত্তায় ১২ হাজার পুলিশ, মোতায়েন র্যাব-ডিবি

- প্রকাশঃ ১২:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / 5
ছবি: সংগৃহীত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। ঢাকাসহ সারাদেশ থেকে দলে দলে আসছেন দলটির নেতাকর্মীরা। আয়োজকদের দাবি, এবারের সমাবেশে অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে।
এতো বড় আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীজুড়ে কঠোর প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশকে কেন্দ্র করে ১২ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত ৪ হাজার সদস্যের পাশাপাশি থানা ও ফাঁড়িভিত্তিক দায়িত্বে রয়েছেন আরও ৮ হাজার পুলিশ সদস্য।
এছাড়া, নিরাপত্তায় যুক্ত রয়েছে র্যাব, ডিবি (গোয়েন্দা পুলিশ) এবং অন্যান্য সংস্থার সদস্যরাও। সাদা পোশাকে নজরদারি করছেন গোয়েন্দারা। সোহরাওয়ার্দী উদ্যান এবং আশপাশের এলাকায় স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা ও মনিটরিং সেল।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, সোহরাওয়ার্দী কেন্দ্রিক এলাকাজুড়ে পর্যাপ্ত ইউনিফর্ম পরিহিত ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকার বাইরে থেকে আগত যানবাহনের জন্য নির্ধারিত পার্কিং ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ট্রাফিক পুলিশের সহযোগিতায় প্রতিটি জেলার জন্য আলাদা রুট ঠিক করে দেওয়া হয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এম নজরুল ইসলাম বলেন, “সমাবেশকে কেন্দ্র করে ঢাকা শহরের সর্বত্র পুলিশ মোতায়েন রয়েছে, যেন কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।”
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, সমাবেশস্থলের চারপাশে র্যাব মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা দ্রুত নিয়ন্ত্রণে সক্ষম র্যাব। তিনি জানান, র্যাবের গোয়েন্দা কার্যক্রম সমাবেশের আগেই শুরু হয়েছে এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়তি জনবল মোতায়েন রয়েছে।
এদিকে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী সমাবেশস্থলে নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হয়েছে। দলের প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক ২০টি পয়েন্টে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ঢাকার বাইরে থেকে আগতদের জন্য ১৫টি পার্কিং স্পট নির্ধারণ করা হয়েছে। ট্রাফিক পুলিশের সঙ্গে একাধিক বৈঠকের মাধ্যমে যান চলাচল ব্যবস্থাপনায় সমন্বয় করা হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি তার বক্তব্যে একটি ‘ঐক্যের ডাক’ ও কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যের আহ্বান জানাতে পারেন। পাশাপাশি আসতে পারে আসন্ন নির্বাচন ঘিরে দলের আনুষ্ঠানিক বার্তাও।