চার দিন পর গোপালগঞ্জে চলমান কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার

- প্রকাশঃ ০৯:৫৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / 3
হামলা-সহিংসতায় পাঁচজন নিহতের পর জারি হওয়া কারফিউ তুলে নেওয়ার ঘোষণা জেলা প্রশাসনের | ছবি: সংগৃহীত
চার দিন পর গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৮টার পর থেকে গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা ও কারফিউ বলবৎ থাকবে না। পরিস্থিতি স্বাভাবিক থাকলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আর কোনো বিধিনিষেধ থাকবে না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান থাকবে এবং অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে গত ১৬ জুলাই গোপালগঞ্জে ন্যাশনাল কনসেনসাস পার্টির (এনসিপি) ঘোষিত পদযাত্রাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় সহিংসতার ঘটনা ঘটে।
ওইদিন দিনভর সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হন। গুরুতর আহত হন বেশ কয়েকজন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৬ জুলাই রাত ৮টা থেকে ১৮ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দফায় কারফিউ জারি করা হয়। পরে দ্বিতীয় দফায় ১৮ জুলাই সন্ধ্যা থেকে ১৯ জুলাই সকাল পর্যন্ত এবং পরবর্তী সময়ে আরও কয়েক দফা মেয়াদ বাড়ানো হয়।
প্রশাসনের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে থাকায় কারফিউ প্রত্যাহার করা হয়েছে। তবে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানান প্রশাসনের একাধিক কর্মকর্তা।
এদিকে, সহিংসতার ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠন কর্মসূচি ঘোষণা করেছে। প্রশাসন জানিয়েছে, কারফিউ প্রত্যাহার হলেও গোপালগঞ্জ জেলায় অতিরিক্ত নজরদারি ও টহল অব্যাহত থাকবে।